নিজস্ব চিত্র
শেষ আপডেট: 25th October 2024 20:57
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সহ বহু জায়গায় দর্শক-সমালোচক দ্বারা প্রশংসিত হওয়ার পর, বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পালের ফিচার ছবি 'মন পতঙ্গ- মাইন্ড ফ্লাইজ।' আর মাত্র গাতে গোনা কয়েকদিন, তারপর নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখা যাবে এই ছবি। নির্মাতাদের তরফে জানানো হয়েছে ছবিটির শুভমুক্তি ১৩ ডিসেম্বর, ২০২৪।
অরোরা ফিল্ম কর্পোরেশন প্রযোজিত ও অঞ্জন বসু নিবেদিত, শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পালের দ্বিতীয় ছবি এটি। মুখ্য ভূমিকায় দেখা যাবে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস, জয় সেনগুপ্তকে। তাঁদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে নবাগত শুভঙ্কর মোহান্তা, বৈশাখী রায়, অমিত সাহা, তন্নিষ্ঠা বিশ্বাস, জনার্দন ঘোষ, ত্রীবিক্রম ঘোষ, অনিন্দিতা ঘোষ, অনিন্দ্য রায় প্রমুখকে। এছাড়াও বাস্তব জীবনে যারা রাস্তায় থাকেন, যেসব শিশুরা রাস্তায় বেড়ে ওঠে, তাঁদেরও দেখা যাবে এই ছবিতে।
হিন্দু-মুসলমানের প্রেমই এই গল্পের প্রেক্ষাপট। মুসলিম ছেলে-হিন্দু মেয়ের প্রেম, গ্রাম ছেড়ে শহরে পালিয়ে আসা, রাস্তায় ফুটপাতে থাকা ও তাদের স্বপ্ন, প্রেম নিয়ে এগিয়ে চলা, সামাজিক পরিস্থিতি, প্রতিকূলতা, ভয়- এসব নিয়েই ছবির শেষ থেকে শুরু। তবে এর মাঝেও রয়েছে টুইস্ট। কী, তা জানতে গেলে দেখতে হবে এই ছবি।
এবিষয়ে অরোরা ফিল্মসের কর্ণধার ও ছবিটির প্রযোজক অঞ্জন বসু বলেন, 'ওদের প্রথম ফিচার কালকক্ষ জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকে প্রযোজক হিসেবে মন পতঙ্গ নিয়ে আমি খুবই আশাবাদী। আমরা ছবির ট্যাগ লাইন হিসেবে একটা বিশেষ পংক্তি ব্যবহার করছি- পথের সিনেমা, পথ ভাঙার সিনেমা। ঠিক যে সময় দাঁড়িয়ে বাংলা ছবি মানেই একটা কাঙ্খিত ও তথাকথিত রুচিশীল, শহুরে শ্রেণিকে বিনোদন প্রদানের পথ হয়ে দাঁড়িয়েছে, সেই সময় মন পতঙ্গ আমাদের আশপাশে থাকা, পথে পথে ঘর বাঁধা মানুষের গল্প বলবে। খুব শিগগিরি ছবির ট্রেলার নিয়ে আসছি আমরা।'
পরিচালক জুটির কথায়, 'কলকাতার হৃদ স্পন্দনে অনুরণিত যে আকাশ ছোঁয়ার বাসনা, যা একজন ফুটপাথবাসী থেকে একজন কোটিপতি সকলকে অস্থির করে রাখে, অনৈতিক করে তোলে কখনও। কখনও করে তোলে সুবিধাভোগী, হিংস্র। সেই বিষয়টির প্রতিচ্ছবি আমাদের এই ছবি।'
ছবির মুক্তি নিয়ে উচ্ছসিত প্রযোজক, পরিচালক উভয়ই। দর্শকদের এই ছবি ভাল লাগবেই, এই নিয়ে আশাবাদীও তাঁরা।