Latest News

ছবি ভাইরাল, আরিয়ানের সঙ্গে কে এই লোকটি? আমাদের অফিসার-কর্মী নন, জানাল এনসিবি

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে (aryan khan) নিয়ে শোরগোল। মুম্বই-গোয়া প্রমোদতরীর পার্টিতে হানা দিয়ে মাদক সমেত ২৩ বছরের আরিয়ানকে আটক, দীর্ঘ জেরার পর গ্রেফতার করে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) (ncb)।  কয়েক ঘন্টা পর একটি সেলফি (viral selfie) ভাইরাল হয় যাতে আরিয়ানের সঙ্গে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে।  সোস্যাল মিডিয়ায় জল্পনা ছড়ায়, লোকটি কে, শাহরুখ পরিবারের ঘনিষ্ঠ কেউ? লোকটির পরিচয় কী? এনসিবিকে  উদ্ধৃত  করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, লোকটি তাঁদের কেউ নয়। তাঁদের অফিসার বা কর্মী, কেউই নয়। এনসিবি পরিষ্কার জানাতে  চায়, আরিয়ান খানের সঙ্গে ছবিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি আমাদের অফিসার বা কর্মী-কিছুই নন। সম্ভবতঃ আরিয়ানকে জিজ্ঞাসাবাদের আগে এনসিবি হেফাজতে থাকাকালেই ওই সেলফি তোলা হয়।

শনিবার সন্ধ্যায় এনসিবির অফিসার, গোয়েন্দারা যাত্রীর ছদ্মবেশে মুম্বই থেকে গোয়া রওনা হওয়া ক্রুজে হানা দিয়ে মাঝসমুদ্রে শাহরুখ পুত্রকে আটক করে। আরিয়ান সমেত ৮ জন ধরা পড়ে। সেখানে তখন মাদক পার্টি চলছিল। তাদের কাছ থেকে মাদক, নগদ অর্থ বাজেয়াপ্ত করে এনসিবি। মুম্বই পুলিশ সবাইকে গ্রেফতার করে। আরিয়ান, আরও ২ জনকে সোমবার পর্যন্ত এনসিবি হেফাজতে পাঠানো হয়।

এদিকে আরিয়ানকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই বান্দ্রা, আন্ধেরি, লোখান্ডওয়ালায় দফায় দফায় তল্লাশি অভিযান হয় রবিবার রাতে, সোমবার  সকালে। এক মাদক পাচারকারীকে হেফাজতে নেয় এনসিবি। তাদের দাবি, আরিয়ান সহ ধৃতদের মধ্যে মাদক পাচারের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছিল। তাতে সামিল হয় মাদক সরবরাহকারী, চোরাপাচারকারীরাও।

এনসিবির কাছে সূত্র মারফত পাকা খবর ছিল, প্রমোদতরীতে রেভ পার্টি হতে চলেছে এবং বলিউড দুনিয়ার সংশ্রব থাকা লোকজন সেখানে থাকতে পারে। সেখানে মাদক লেনদেন হবে। তার ভিত্তিতেই তল্লাশি চলে। তবে সেখানে সে কিং খানের ছেলে হাজির থাকবেন, এমন বোমা ফাটার প্রত্যাশা হয়তো কেউ করেননি।

You might also like