শেষ আপডেট: 26th January 2025 00:14
দ্য ওয়াল ব্যুরো : কলকাতার ঐতিহ্যবাহী শংকর পরিবারে আপাতত খুশির হাওয়া বইছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এক খুশির খবর বয়ে এনেছে বসন্তের হাওয়া। পদ্ম শ্রী পুরস্কার পাচ্ছেন বাংলা সিনেমা জগতের প্রথিতযশা অভিনেত্রী মমতা শংকর। খবরটা সামনে আসার পরই 'দ্য ওয়াল'-এর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বললেন, তিনি যে এই পুরস্কার পাবেন, সেটা কোনওদিন আশা করেননি।
মমতা শংকর বললেন, 'গোটা বিষয়টা সম্পর্কে আমি এখনও ধাতস্থ হতে পারিনি। এটা আমার কাছে সত্যিই অপ্রত্যাশিত ছিল। আমি কোনওদিন কোনও পুরস্কারের জন্য ভাবি না। চিন্তাও করি না। কিন্তু, এই পুরস্কারটা আমি কোনওদিন আশা করতে পারিনি।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯৭৬ সালে মৃণাল সেনের হাত ধরে বাংলার সিনেমা জগতে পা রেখেছিলেন মমতা শংকর। প্রথম সিনেমা মৃগয়া। ডেবিউ সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি। এরপর সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত এবং গৌতম ঘোষের পরিচালনায় সিনেমা করেছেন তিনি। বাংলা সিনেমা জগতে মমতা শংকরের অবদান অনস্বীকার্য।
তিনি আরও যোগ করেন, 'আমি প্রথমেই সত্য সাঁইবাবাকে ধন্যবাদ জানাতে চাই। তারপর মা, বাবা এবং দাদাকে ধন্যবাদ জানাতে চাই। এছাড়া ধন্যবাদ জানাতে চাই মৃণাল দা'কে মানিক কাকাকে। আমার বিশ্বাস, ওঁরা হয়ত এই খবরটা অনেক আগেই পেয়ে গিয়েছেন। যাঁদের থেকে আমি সামান্য কিছুও শিখতে পেরেছি, তাঁদেরকেও ধন্যবাদ জানাতে চাই। যাঁরা আমাকে ভালোবাসেন না, আমার কাজকে ভালোবাসেন না, তাঁদেরকেও ধন্যবাদ জানাতে চাই।'
কথায় কথায় উঠে আসে 'প্রিয় বন্ধু' মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গও। উল্লেখ্য, ২০২৪ সালে মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এই প্রসঙ্গে মমতা শংকর বললেন, 'এটা খুব ভালো হয়েছে। মৃগয়াতে মিঠুন আর আমি একসঙ্গে কাজ শুরু করেছিলাম। তারপর ৫০ বছর কেটে গিয়েছে। অবশেষে দুজনেই একসঙ্গে পুরস্কার পেলাম। এর থেকে বড় প্রাপ্তি আর কীই বা হতে পারে।'