শেষ আপডেট: 30th August 2023 14:00
দ্য ওয়াল ব্যুরো: রাখিপূর্ণিমার দিন মুম্বইয়ে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাড়ি ‘জলসা’য় গিয়ে তাঁকে রাখি পরিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখান থেকে বেরিয়েই তিনি বর্ষীয়ান অভিনেতাকে ভারতরত্ন (Bharat Ratna) দেওয়ার দাবি জানিয়েছেন দিদি। একইসঙ্গে বলেছেন, তাঁরা ক্ষমতায় থাকলে আরও আগেই অমিতাভকে ভারতরত্ন দিতেন। উল্লেখ্য, ফিল্ম জগতের হাতেগোনা কয়েকজন শিল্পীই এতবছরে ভারতরত্ন পেয়েছেন। এবার সেই তালিকায় অমিতাভরও নাম যুক্ত হোক, চাইছেন মমতা।
ঠিক ছিল, মুম্বই গিয়েই অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে দেখা করবেন দিদি। এমনকী অমিতাভকে রাখিও পরাবেন। আর সেই পরিকল্পনা মতোই বুধবার বিকেলের মধ্যে বলিউড শাহেনশার বাড়ি ‘জলসা’তে পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী। এরপর তাঁর পরিবারের সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটান। রাখি পরান বর্ষীয়ান অভিনেতাকেও।
ঘণ্টাখানেক সেখানে কাটিয়ে অমিতাভর বাড়ির বাইরে বেরোন মমতা। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। আর সেখানেই তিনি দাবি তোলেন অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার। মমতা বলেন, ‘আমরা যদি ক্ষমতায় থাকতাম অনেক আগেই অমিতাভকে ভারতরত্ন দিতাম। উনি দেশের রত্ন। তিনি এই সম্মান পাওয়ার যোগ্য দাবিদার।’ একইসঙ্গে মমতা জানান, অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারকে পুজোর সময় কলকাতাতেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এদিন 'জলসা'য় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানান বচ্চন পরিবার। অমিতাভ ও জয়া ছাড়াও সেখানে ছিলেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চন, শ্বেতা বচ্চন নন্দা, নব্যা নভেলি নন্দারা। বাড়ির বাইরে বেরিয়ে তাঁদের সঙ্গে ছবিও তোলেন মমতা। এরপর বাইরে বেরিয়েই সংবাদমাধ্যমের সামনে অমিতাভকে ভারতরত্ন দেওয়ার দাবি জানান।
অমিতাভ বচ্চনের বাড়িতে বুধ বিকেলে চায়ের আড্ডায় মমতা, জয়া নিমন্ত্রণ করে গিয়েছিলেন