শেষ আপডেট: 2nd June 2024 18:05
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে যুগলদের সম্পর্ক ভাঙা-গড়ার খবর প্রায়ই শিরোনামে উঠে আসে। কয়েকদিন আগে সেই তালিকায় নাকি নাম লিখিয়েছেন ‘পাওয়াল কাপল’ মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। দুই তারকার ৬ বছরের ‘পোক্ত’ সম্পর্ক পাকাপাকিভাবেই ভেঙে গিয়েছে! অর্জুন ও মালাইকার একাধিক ঘনিষ্ঠ সূত্র এমনই খবর উঠে এসেছে। যদিও এই নিয়ে মুখে কুলুপ দিয়েছিলেন মালাইকা-অর্জুন। তবে ব্রেকআপের গুঞ্জনের মাঝেই এবার মালাইকার ‘রহস্যময়’ পোস্ট নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।
অর্জুন কাপুর ও মালাইকা অরোরার সম্পর্ক ভাঙার খবরে সরগরম বি-টাউন। সূত্রের খবর, মুম্বইয়ের চর্চিত যুগল পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই নিজেদের সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও যুগলের সম্পর্ক ভাঙার বিষয়টি অস্বীকার করেছেন মালাইকার ম্যানেজার। ‘নিছক গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। কিন্তু এরই মধ্যে রবিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন মালাইকা। যেখানে অভিনেত্রী লিখেছেন, ‘যখন ওরা বলে তুমি করতে পারবে না, তখন দু’বার করো এবং ছবি তোলো।’
তাৎপর্যপূর্ণভাবে ঠিক একদিন আগে মালাইকার ‘প্রাক্তন’প্রেমিক অর্জুনকেও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এমনই একটি পোস্ট করতে দেখা যায়। যেখানে লেখা ছিল,
'আমাদের জীবনে দুটো পছন্দ হতে পারে। আমরা আমাদের অতীতের বন্দী হয়ে থাকতে পারি কিংবা ভবিষ্যতের সম্ভাবনার অন্বেষণ করতে পারি।'
ইনস্টাগ্রামে মালাইকা পোস্ট করেন
২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ হয় মালাইকার। এর কিছুদিন পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের খবর কানাঘুষো ভেসে আসে। একটা সময়ের পর কেউই আর নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন। যা নিয়ে বিস্তর চর্চাও রয়েছে। যদিও তাতে কোনওদিনই খুব একটা পাত্তা দেনই দুই তারকা। গড়গড়িয়ে এগিয়েছে তাঁদের সম্পর্কের চাকা। কিন্তু হঠাৎ করেই নাকি ছন্দপতন! যদিও সম্পর্ক থাকুক বা না থাকুক মালাইকা এবং অর্জুনের মধ্যে খুবই বিশেষ সম্পর্ক ছিল। তাই একে অপরের হৃদয়ে সেই সম্পর্কের জায়গায় সবসময়েই থাকবে বলে যুগলের ঘনিষ্ঠ সূত্রের খবর।
এর আগেও বলিপাড়ায় অর্জুন-মালাইকা বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। আসলে অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সমাজমাধ্যমের পাতায় ‘আনফলো’ পর্যন্ত করে দেন মালাইকা। তাতেই শুরু হয় জল্পনা। গত বছর আগস্ট মাসে যখন দুজনের ব্রেকআপ জল্পনা তুঙ্গে, একসঙ্গে লাঞ্চ ডেটে গিয়ে সব জল্পনায় জল ঢেলেছিলেন যুগল। ওদিকে কফি উইথ করণের মঞ্চে মালাইকাকে বিয়ের ব্যাপারে খোলাখুলি কথা বলতে রাজি হননি অর্জুন। তবে এবার আর গুজব নয়, ৬ বছরের সম্পর্কে নাকি সত্যি ইতি টেনেছেন মালাইকা ও অর্জুন!