শেষ আপডেট: 18th March 2025 20:01
দ্য ওয়াল ব্যুরো: চলছিল ‘হিপ হপ ইন্ডিয়া সিজন ২’-এর শুটিং। তা চলাকালীন ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ করেই চেঁচিয়ে ওঠেন বলিউড ডিভা মালাইকা অরোরা। জনপ্রিয় নৃত্য রিয়েলিটি শোতে মালাইকা ছিলেন বিচারক আসনে। কোরিওগ্রাফার-পরিচালক রেমো ডি’সুজার পাশে। ঘটনাটি ছিল অপ্রত্যাশিত। ১৬ বছর বয়সী এক প্রতিযোগী তাঁর পারফর্ম্যান্সের সময় মালাইকার দিকে তাকিয়ে ইঙ্গিতমূলক অঙ্গভঙ্গি করে। যা মালাইকাকে দৃশ্যত অস্বস্তিতে ফেলে দেয়।
‘হিপ হপ ইন্ডিয়া সিজন ২’-এর সাম্প্রতিক এক পর্বে এই ঘটনাটি ঘটে। যা অ্যামাজন এমএক্স প্লেয়ারে সম্প্রচারিত হয়। একজন প্রতিযোগীর পারফর্ম্যান্স বিচার করার সময়, মালাইকা (malaika arora) হঠাৎ লক্ষ্য করেন যে তরুণ নৃত্যশিল্পী তাঁর দিকে তাকিয়ে অঙ্গভঙ্গি করছেন, যার মধ্যে চোখ মারছে এবং ফ্লাইয়িং কিস ছুড়ছে। স্পষ্টতই অবাক হয়ে যান অভিনেত্রী। ফিটনেস আইকন তাঁর সেই অস্বস্তি দমিয়ে রাখতে পারেননি। একটি ভাইরাল ফুটেজে, মালাইকাকে কিশোরের উদ্দেশে চিৎকার করতে শোনা যাীয়।রেগে বলেন, ‘তোমার মায়ের ফোন নম্বর দাও!’
View this post on Instagram
১৬ বছর বয়সী সেই প্রতিযোগীর সাহস নিয়ে প্রশ্ন তোলার সময় মালাইকার বলেন, ’১৬ বছরের বাচ্চা ছেলে, নাচছে আমাকে দেখেই! চোখ মারছো? ফ্লাইয়িং কিস করছ!’ মালাইকার চিৎকার তা স্পষ্ট, যে কিশোরের আচরণে তিনি অস্বস্তিবোধ করেছেন।
কিশোরের এই অঙ্গিভঙ্গি তাঁর বন্ধুদেরও কাছেও ভালো ঠেকেনি। অনুষ্ঠানের অন্যান্য প্রতিযোগীরা মালাইকার বক্তব্যে সহমত প্রকাশও করেছেন। ‘ওকে যা বলা হয়েছে, তা একদম ঠিক ছিল। ও তাঁর সামনেই এটা করেছে?’
মুহূর্তে এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। একের পর এক মন্তব্যের ঝড় বইতে শুরু করে সোশ্যাল মিডিয়া জুড়ে। কারওর মন্তব্য ‘এটাই নতুন ভারতের ভবিষ্যৎ’ আবার কেউ বললেন, ‘গোটাটাই শোয়ের পাবলিসিটি স্টান্ট!