শেষ আপডেট: 1st June 2023 03:35
বয়স লুকিয়েছেন মালাইকা? ভাইরাল পুরনো ভিডিওয় সরগরম নেটপাড়া
দ্য ওয়াল ব্যুরো: তাঁর সম্পর্ক নিয়ে যতই জলঘোলা হোক মিডিয়ায়, সেসব কথা কানে তোলার প্রয়োজন বোধ করেন না খান পরিবারের প্রাক্তন বৌমা মালাইকা। বরং প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে ক্যামেরার সামনেই চলে খোলামেলা রোমান্স। তবে এবার প্রশ্ন উঠল তাঁর বয়স নিয়ে(Malaika Arora original age exposed)।
সম্প্রতি মালাইকা অরোরা খান এবং পরিচালক সাজিদ খানের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মালাইকা দাবি করছেন তিনি প্রাক্তন স্বামী আরবাজ খানের চেয়ে ২ বছরের বড়। এই কথা শুনেই চোখ কপালে নেটিজেনদের।
মালাইকার এই দাবি সত্যি বলে মেনে নিলে তাঁর এই মুহূর্তে কত বয়স তা নিয়ে রীতিমতো চুলচেরা হিসাব শুরু করে দিয়েছেন অনেকেই। ভাইরাল ভিডিওয় মালাইকার বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে তাঁর বয়স হওয়ার কথা ৫৭ বছর। যেহেতু আরবাজ খানের বয়স ৫৫ বছর সেই সূত্র ধরেই অঙ্ক কষে আসল বয়স বেরিয়ে এল মালাইকার।
তবে ভিডিও অনুযায়ী মালাইকার বয়স ৫৭ বছর বেরোলেও ইন্টারনেটের তথ্য অনুযায়ী তাঁর বয়স ৪৯ বছর। ফলে নিজের আসল বয়স লুকিয়ে রেখেছেন মালাইকা এমনই অভিযোগ তুলেছেন কয়েকজন। পাশাপাশি, বয়স ৫৭ হোক বা ৪৯, মালাইকার ফিটনেস আজও ২৬ এর মতোই, এই কথা বলেও ভাইজানের প্রাক্তন বৌদিকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।
‘কঠোর সমালোচনা করা হয়েছিল আমার’, দশক পেরিয়ে আজও অভিমানী রা ওয়ান পরিচালক