শেষ আপডেট: 9th November 2024 19:36
দ্য ওয়াল ব্যুরো: অর্জুন কাপুরের সঙ্গে ব্রেকআপের পর থেকেই আলোচনার তুঙ্গে মালাইকা আরোরা। কখনও কটাক্ষের শিকার, তো কখনো আবার পাল্টা জবাব, এই সব কিছু নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিগত কয়েকদিন বেশ অ্যাকটিভ তিনি। কোনও কিছুকেই তোয়াক্কা করছেন না। এমনকি জানিয়ে দিয়েছেন অর্জুনের সঙ্গে বিচ্ছেদ, তাঁর জীবনের কোনও খারাপ অধ্যায় নয়।
সবকিছুর মাঝেই হঠাৎ একটি আবেগঘন পোস্ট করে বসলেন সোশ্যাল মিডিয়ায়। ৯ নভেম্বর, শনিবার ২২ বছরের পা রাখল আরবাজ খান-মালাইকা আরোরার আদরের একমাত্র সন্তান আরহান। আর গোটা পোস্টটাই ছেলেকে ঘিরে। সময় যে কীভাবে তা বোঝা দায়! মালাইকাও তাঁর ছেলের উদ্দেশ্যে এমনটাই বলেছেন। দেখতে দেখতে কীভাবে বড় হয়ে গেল আরহান, তা তিনি বুঝতেই পারলেন না।
View this post on Instagram
জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একগুচ্ছ ছবি। প্রথম ছবিতেই স্কুল থেকে ফেরা ছোট্ট আরহানকে বুকে টেনে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে মালাইকাকে। ঠিক তাঁর অন্য ছবিটাতে দেখা যাচ্ছে আরহান অনেকটাই বড়। অর্থাৎ গোটা সময়টা কেমন হুশ করে কেটে গিয়েছে বলেই মনে করছেন আরহানের মা।
ছেলের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এতো গেল প্রথম দু'টো ছবির কথা। তৃতীয় ছবিতে রয়েছে দুই সময়কালের ছবি। ডানদিকে মায়ের কোলে এক্কেবারেই ছোট্ট আরহান। আর ডানদিকে কিশোর আরহান। চতুর্থ ছবিটির দিকে তাকালে বোঝা যাবে, এটা আরহানের বর্তমান সময়ের।
জন্মদিনের দিন সোশল মিডিয়ায় ছবিগুলি পোস্ট করে মালাইকা লিখেছেন, 'শুভ জন্মদিন আমার ছোট্ট বাচ্চা। মাম্মা তোমাকে সবচেয়ে বেশি ভালবাসে।' এদিকে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা আরবাজ খানও।
মালাইকার এই পোস্টে আরও অনেকেই ফারহানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।বর্তমান আরহান বিদেশে পড়াশোনা করছেন। তিনি আমেরিকায় ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন। ফলে মালাইকা যে ছেলেকে যথেষ্ট মিস করে, তা তিনি এই পোস্টেই তুলে ধরেছেন।