শেষ আপডেট: 25th January 2025 19:58
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ফ্যাশন আইকনদের তালিকায় মালাইকা অরোরার নাম উঠে আসে সবার আগে। নিত্যনতুন লুকে তিনি বারবার মুগ্ধ করেছেন তাঁর অনুরাগীদের। সম্প্রতি, ইনস্টাগ্রামে শেয়ার করা কয়েকটি ছবিতে আবারও প্রমাণ করলেন কেন তিনি স্টাইল আইকন। হলুদ রঙের বডি-হাগিং গাউনে তাঁর টোনড ফিগার আর অনবদ্য লুকের ছবি ঝড় তুলেছে নেটদুনিয়ায়।
গোয়ার সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বোন অমৃতার নতুন রেস্তোরাঁর উদ্বোধন উপলক্ষে ধরা দিলেন মালাইকা। ছবি দেখে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে মন্তব্যের ঘরে। এক ভক্ত লিখেছেন, 'তুমি আমাদের প্রিয় মাল্লাই!' আবার কেউ লিখেছেন, 'তোমার সৌন্দর্য সত্যিই অপূর্ব।' এমনকি অনেকে তাঁর রূপের জন্য অস্কার দেওয়ার কথাও বলেছেন।
View this post on Instagram
সম্প্রতি, মালাইকা এবং অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা হয়েছে। তবে সেই সমস্ত গুঞ্জনের মাঝেও তাঁদের একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে। এক বন্ধুর পার্টিতে মালাইকা লাল সিফন শাড়ি এবং ডিজাইনার ব্লাউজে যেমন নজর কেড়েছেন, অর্জুনও কালো স্যুটে ছিলেন একেবারে স্টাইলিশ।
এছাড়া, মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে সইফ আলি খানকে দেখতে গিয়েও পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিয়েছেন মালাইকা এবং অর্জুন। তাঁদের বন্ধুত্বের রসায়ন নিয়ে নানা কথা শোনা গেলেও, সইফ এবং করিনার সঙ্গে তাঁদের সম্পর্ক বরাবরই দারুণ।
মালাইকা ও অর্জুন ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন। মালাইকার আরবাজ় খানের সঙ্গে বিচ্ছেদের পর তাঁদের সম্পর্কের শুরু। বলিউডের সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি হলেও ২০২৪ সালের শেষে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন উঠে আসে। তবে এখনো তাঁদের ব্যক্তিগত ও সামাজিক জীবন ঘিরে কৌতূহল কমেনি ভক্তদের।