ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বলিউড সিনেমার গান পোস্টার থেকে একের পর এক পাক অভিনেতা-অভিনেত্রীদের ছবি সরিয়ে দিল বেশ কয়েকটি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম।
পাক শিল্পীরা ‘হাওয়া’!
শেষ আপডেট: 13 May 2025 15:48
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বলিউড সিনেমার গানের পোস্টার থেকে একের পর এক পাক অভিনেতা-অভিনেত্রীদের ছবি সরিয়ে দিল বেশ কয়েকটি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম।
‘রইস’ থেকে গায়েব মাহিরা, ‘কাপুর অ্যান্ড সন্স’-এ নেই ফাওয়াদ!
শাহরুখ খানের সিনেমা ‘রইস’-এর অ্যালবাম কভারে আগে মাহিরা খানের সঙ্গে শাহরুখের ছবিটি দেখা গেলেও এখন শুধুই শাহরুখ রয়েছেন। একইভাবে, ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমার গান ‘বুদ্ধু সা মন’–এর পোস্টার থেকেও ফাওয়াদ খানকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু পোস্টার নয়, ইউটিউবেও গানটি এখন আর এ দেশে দেখা যাচ্ছে না। সেখানে লেখা রয়েছে, ‘ভিডিও উপলব্ধ নয়। আপলোডার এই ভিডিওটি আপনার দেশে অ্যাক্সেসযোগ্য করেননি।’
মাওরা হোসেনকেও সরানো হলো ‘সনম তেরি কসম’-এর কভার থেকে
এই ঘটনার সূচনা হয় ‘সনম তেরি কসম’ সিনেমার গান থেকে মাওরা হোসেনের ছবি সরিয়ে দেওয়ার মাধ্যমে। এখন গানটির পোস্টারে কেবল হর্ষবর্ধন রানেই রয়েছেন। ছবির প্রযোজক দীপক মুকুট জানিয়েছেন ‘আমাকে কেউ কিছু জানায়নি। এটা তাদের সিদ্ধান্ত। সরকার যা বলবে, সেটাই মেনে চলতে হয়।’ অন্যদিকে অভিনেতা হর্ষবর্ধন রানে মজা করে বলেন, ‘এখন সবাই বলবে এটা আমার পিআর টিম করিয়েছে! আসলে আমি মনে করি এটা শুধুই কমন সেন্স – সব কিছু ফিল্টার করা হচ্ছে।’
‘খুবসুরত’-এ এখনও রয়েছেন ফাওয়াদ!
তবে এখন পর্যন্ত ‘খুবসুরত’ সিনেমার পোস্টারে কোনও পরিবর্তন ঘটেনি, যেখানে ফাওয়াদ খান এবং সোনম কাপুরকে একসঙ্গে দেখা যাচ্ছে।
‘অপারেশন সিঁদুর’ ও পাকিস্তানি কনটেন্টে নিষেধাজ্ঞা
এইসব পরিবর্তন এসেছে ‘অপারেশন সিঁদুর’— সামরিক অভিযানের পর, যেখানে ৭ই মে তারিখে ভারত পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি সন্ত্রাস ঘাঁটিতে আঘাত হানে। এরপর থেকেই পাকিস্তানি কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বিভিন্ন ওটিটি এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত আর পারমানবিক ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করবে না। এখন থেকে এটাই হবে ভারতের নতুন নীতি – সন্ত্রাসের বিরুদ্ধে জবাবি পদক্ষেপ।’ এই প্রেক্ষাপটে বলিউড থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানি তারকাদের অস্তিত্ব। এখন দেখার বিষয়, ভবিষ্যতে এই নিষেধাজ্ঞা কতদূর গড়ায়।