১৯৯৭ সালে সুভাষ ঘাইয়ের ‘পরদেশ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন মহিমা চৌধুরী। শাহরুখ খানের বিপরীতে তাঁর সেই প্রথম ছবিই তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। রূপ, গ্ল্যামার ও অভিনয়গুণে মন জয় করেছিলেন দর্শকদের।
আরিয়ানা চৌধুরী
শেষ আপডেট: 13 June 2025 07:30
দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৭ সালে সুভাষ ঘাইয়ের ‘পরদেশ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন মহিমা চৌধুরী। শাহরুখ খানের বিপরীতে তাঁর সেই প্রথম ছবিই তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। রূপ, গ্ল্যামার ও অভিনয়গুণে মন জয় করেছিলেন দর্শকদের। তবে জনপ্রিয়তা সত্ত্বেও ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই থেকেছেন একটু আড়ালে। কিন্তু তাঁর একমাত্র কন্যা আরিয়ানা চৌধুরীকে নিয়ে অনুরাগীদের আগ্রহ কখনওই কমেনি।
২০০৬ সালে ব্যবসায়ী ও স্থপতি ববি মুখার্জিকে বিয়ে করেন মহিমা। ২০০৭ সালে তাঁদের মেয়ে আরিয়ানার জন্ম। বর্তমানে তাঁর বয়স প্রায় ১৮ বছর। ২০১৩ সালে বিচ্ছেদ হলেও মেয়ের হেফাজত পান মহিমা, আরিয়ানা তখন থেকেই তাঁর সঙ্গেই রয়েছেন।
অন্য অনেক স্টারকিডের মতো বিদেশে না গিয়ে আরিয়ানা মুম্বইতেই শেষ করেছেন নিজের স্কুলজীবন। সম্প্রতি তিনি স্কুল পাশ করেছেন এবং সেই আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছেন মহিমা নিজেই।
ইনস্টাগ্রামে মেয়ের কনভোকেশনের একটি ভিডিও পোস্ট করে আবেগঘন বার্তায় লিখেছেন—“আমি একা এই যাত্রা শুরু করেছিলাম, তবে তুমি ছিলে। জানতাম না কীভাবে সব হবে, কিন্তু এটুকু জানতাম, তোমাকে যেন সেরা শিক্ষাটা দিতে পারি। তোমার জন্যই আবার কাজ শুরু করেছিলাম। ভেবেছিলাম সব তোমার জন্য করছি, কিন্তু আমার বেবি, তুমি আমায় অনেক বেশি কিছু দিয়ে গেছো। আজ তোমায় গ্র্যাজুয়েট হতে দেখে মনে হচ্ছে, জীবনের সেরা গর্বের মুহূর্ত।”
যদিও আরিয়ানা খুব একটা লাইমলাইটে আসেন না, তবে মায়ের ইনস্টাগ্রাম প্রোফাইলেই তাঁর ঝলক পাওয়া যায় মাঝেমধ্যে। মা-মেয়ের একাধিক রিল, ভিডিও ও মুহূর্ত মন কেড়েছে নেটিজেনদের। অনেকেই বলছেন, বর্তমান প্রজন্মের তারকাসন্তানদের মধ্যে আরিয়ানা অন্যতম সুন্দরী ও মার্জিত এক নাম।