শেষ আপডেট: 2nd May 2024 15:33
দ্য ওয়াল ব্যুরো: প্রথম ছবি 'মহারাজ' দিয়ে যাত্রা শুরু করতে চলেছে কলকাতার নতুন প্রোডাকশন হাউস মুসাফির স্টোরিজ। প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। এক রাঁধুনির জীবনীকে ঘিরে আবর্তিত হবে এই ছবির চিত্রনাট্যটি। ছবিটি পরিচালনা করেছেন নিরুপম দত্ত। সম্প্রতি 'দ্যাট রেড হাউস ক্যাফে'তে গানে গানে আসর জমিয়েছিলেন 'মহারাজা' ছবির কলাকুশলীরা। এসেছিলেন অমৃতা গগন চক্রবর্তী, সৌর্যদীপ্ত মুখোপাধ্যায় এবং গৌরব মুখোটি সহ অন্যান্যরা।
মহারাজ' ছবির প্রধান চরিত্র রাহুল এবং নন্দিনী। দুজনেই চাকরিজীবী। কিন্তু সংসার পরিচালনা করতে কোন রকম সাহায্য রাহুলের থেকে পাননি নন্দিনী। এই নিয়ে রোজের জীবনে তাদের অশান্তি। তাদের ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের দৈনন্দিন সংগ্রাম ততদিন চলতে থাকবে যতদিন না পর্যন্ত তাদের সংসারে মহারাজ নামে এক রহস্যময় রাঁধুনির আবির্ভাব হয়।
মহারাজ হঠাৎ তাদের জীবনে আসায় এই দম্পতির পরিবারে আসে বিরাট পরিবর্তন। সংসারে আসে সুখ-শান্তি। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। নন্দিনী হঠাৎ করেই নিয়ে নেয় এক অদ্ভুত সিদ্ধান্ত। পরে ভুল বুঝতে পারে সে। এই নিয়েই তৈরি হয়েছে 'মহারাজ' ছবির গল্প। নন্দিনীর সিদ্ধান্ত কী তাদের জীবনে নয়া মোড় নিয়ে এল, এখন নজর থাকবে সেই দিকেই। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে আগামী ৩মে।