শেষ আপডেট: 9th March 2025 15:25
দ্য ওয়াল ব্যুরো: শেষ হয়েছে মহাকুম্ভ। কেউ দাবি করছেন, নৌকো চালিয়ে লাভ করেছেন ৩০ কোটি। কেউ বা আবার শুধুমাত্র নিমের দাঁতন মেজেই আয় করে ফেলেছেন লক্ষ লক্ষ টাকা। এই সব 'বিচ্ছিন্ন' ঘটনার মধ্যেই মহাকুম্ভের যে ঘটনাটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল তা হল 'মোনালিসার উত্তরণ'(Monalisa Mahakumbh)।
মধ্যপ্রদেশের খরগোন জেলার মাহেশ্বর গ্রামের নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মোনালিসা রুজি-রুটির আশায় কুম্ভে এসেছিলেন মালা বেচতে। রথও দেখলেন, মালাও বেচলেন, হয়ে গেলেন ভাইরালও। এখন আর মালা বেচেন না তিনি। বিমানে যাতায়াত করেন, পয়সার জন্য আর ভাবতে হয় না তাঁকে। বলিউডে ডাক পেয়েছেন কাজল কালো চোখের কন্যে। সম্প্রতি তাঁর বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ।
অবিন্যস্ত ভ্রূ উধাও। তার বদলে নিখুঁত ভাবে ভুরু প্লাক করা, লেপটে যাওয়া কাজল নয়। বরং পেশাগত মেকআপ আর্টিস্টই মেকআপ করেছেন তাঁর। পোশাক আশাকেও আমূল পরিবর্তন। তবে এ সবের মধ্যেই বদলায়নি একটা জিনিস। তা হল গলায় পুঁতির মালা। ওটি যেন মোনালিসার সিগনেচার। ওই মালা বেচতেই তো কুম্ভে এসেছিলেন তিনি। ভাগ্য অন্য গল্প লিখছিল ১৬ বছর বয়সী এই তরুণীর জন্য।
পরিচালক সনোজ মিশ্র 'দ্য মণিপুর ডায়েরি'তে কাস্ট করেছেন তাঁকে। জীবনের প্রথম ছবির জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন মোনালিসা? কিছু দিন আগেই সে তথ্য সামনে এসেছিল। শোনা যাচ্ছে প্রথম ছবিতেই তাঁকে দেওয়া হচ্ছে ২১ লক্ষ টাকা। ইতিমধ্যেই বেশ কিছু টাকা অগ্রীম নিয়েছেন তিনি।
মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে দেখা যাচ্ছে মোনালিসাকে। বলিউডি কায়দায় হাত নাড়ছেন, কথা বলছেন সকলের সঙ্গে। পোজ দিচ্ছেন...এই উত্তরণ যে তিনি বেশ ভালভাবেই উপভোগ করছেন শরীরী ভাষাই যেন সেই প্রমাণ দিচ্ছে অনর্গল।