শেষ আপডেট: 13th January 2025 11:14
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের মহা কুম্ভ মেলা ১৩ জানুয়ারি মকর সংক্রান্তি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি পর্যন্ত চলবে। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে (গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল) অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে লক্ষ লক্ষ ভক্ত আসবেন। সেই সঙ্গে থাকবে এক বিশেষ সাংস্কৃতিক উৎসব। গঙ্গার ধারে প্যান্ডেলে অনুষ্ঠিত হবে শাস্ত্রীয় নৃত্য, লোকসংগীত এবং নাট্যশিল্পের পরিবেশনা।
কুম্ভ মেলায় উপস্থিত থাকবেন শঙ্কর মহাদেবন, মোহিত চৌহান, কৈলাশ খের, শান, হরিহরণ, কবিতা কৃষ্ণমূর্তি, বিক্রম ঘোষ, মলিনী অস্থি, শোভনা নারায়ণ এবং আরও অনেক প্রখ্যাত শিল্পী। উদ্বোধনের দিনে শঙ্কর মহাদেবন থেকে মোহিত চৌহানের মতো শিল্পী থাকবেন। কোন দিন কে থাকবেন, সেই তালিকার দিকে নজর রাখা যাক।
জানুয়ারি ২৫: রবি ত্রিপাঠী
জানুয়ারি ২৬: সাধনা সরগম
জানুয়ারি ২৭: শান
জানুয়ারি ৩১: রঞ্জনী ও গায়ত্রী
ফেব্রুয়ারি ১০: হরিহরণ
ফেব্রুয়ারি ২৩: কৈলাশ খের
ফেব্রুয়ারি ২৪: মোহিত চৌহান
মহা কুম্ভ মেলায় বলিউডসহ দক্ষিণ ভারতীয় এবং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা অংশ নেবেন বলে জানা গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, অনুপ জলোটা, রেণুকা শাহানে, অশ্বত্থ রানা, রবি কিষণ, মনোজ তিওয়ারি, অক্ষরা সিং, রাখি সাওয়ান্ত এবং আরও অনেকে।