শেষ আপডেট: 28th February 2024 14:19
দ্য ওয়াল ব্যুরো: সুরজ বরজাতিয়ার পরিচালনায় 'হাম আপকে হ্যায় কৌন'-এর কথা নিশ্চয়ই মনে আছে? মাধুরী দীক্ষিত ও সলমন খান অভিনীত এই ছবিটি সেসময় দারুণ হিট হয়েছিল। 'দিদি তেরা দেয়র দিওয়ানা'-র মতো আরও জনপ্রিয় গান আজও গুনগুন করে সকলে।
ছবিটি মুক্তির পর কেটেছে তিরিশ বছর। তখন মাধুরীর বয়স ছিল ২৬, এখন ৫৬! যদিও তাঁকে দেখে সময়ের হিসেব মেলে না। মনে হয় এই কদিন আগেই মুক্তি পেয়েছে বিখ্যাত ছবিটি।
View this post on Instagram
সলমন খান ও মাধুরী দীক্ষিত অভিনীত 'হাম আপকে হ্যায় কৌন' আজও নয়ের দশকের ছেলেমেয়েদের মনে গেঁথে গেছে। তিরিশ বছর পর আবার 'নিশা'-র রূপে ফিরলেন মাধুরী। 'দিদি তেরা' গানে যে বেগুনি রঙের লেহেঙ্গা পরেছিলেন, সেই একই রকমের লেহেঙ্গায় দেখা গেল তাঁকে একটি রিয়ালিটি শোয়ের শুটিং-এ।
সোনালি জরির ডিজাইনে বেগুনি লেহেঙ্গা পরেছিলেন তিনি। সঙ্গে ছিল ম্যাচিং করা বেগুনি চুড়িও । গলায় ছিল হিরে ও এমার্যাল্ডের নেকলেস।
তাঁকে দেখা মাত্র ঝাঁপিয়ে পড়লেন পাপারাৎজিরা। মুহূর্তে বন্দি করে নিলেন নিজেদের ক্যামেরায়। সঙ্গে সঙ্গে ভাইরাল হল সেই ভিডিও। মাধুরীর সঙ্গে মুহূর্তে তিরিশ বছর পিছিয়ে গেল নেটিজেনরা। সেই সময়ের ছবি আর আজকের ছবি পাশাপাশি রাখলে পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল হবে।