শেষ আপডেট: 19 April 2023 10:42
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সুন্দরী অভিনেত্রী মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) সৌন্দর্যে মুগ্ধ আট থেকে আশি। এখন ওটিটি-তেও জমিয়ে কাজ করছেন মাধুরী। বলিউডের তারকাখচিত অ্যাওয়ার্ড শোতে স্বামীর সঙ্গে তাঁকে হামেশাই দেখা যায়৷ তবে ইনস্টাগ্রামে রিল ও বিভিন্ন পোস্টের মাধ্যমে মাঝে মাঝেই শিরোনামে আসেন এই অভিনেত্রী। সম্প্রতি নতুন গাড়ি কিনেছেন (buy)। খুব স্বাভাবিক কারণেই লাইমলাইটে রয়েছে মাধুরীর নতুন গাড়ি।
পোরশের (Porsche) একটি বিলাসবহুল স্পোর্টস কার ৯১১ টার্বো এস কিনেছেন মাধুরী। যার দাম তিন কোটি আট লাখ। সম্প্রতি এই তারকাকে সদ্য কেনা গাড়িতে মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা গেছে। ড: নেনে গাড়ি চালাচ্ছিলেন এবং স্ত্রী মাধুরী পাশের সিটে বসে ছিলেন।
সূত্রের খবর, মাধুরী দীক্ষিতের সুপারকারটি এখনও পর্যন্ত ভারতে সবচেয়ে দ্রুততম গাড়ি। সুপার লাক্সারি গাড়িটিতে টুইন-টার্বোচার্জড ৬-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন রয়েছে। পাশাপাশি দ্রুতগতির এই গাড়িটি শূন্য থেকে ৬০ মাইল গতি তুলতে সময় নেয় মাত্র ২.৬ সেকেন্ড। এই গাড়িটি সর্বোচ্চ প্রতি ঘন্টায় ৩৩০ কিমি যেতে পারে।
প্রসঙ্গত, মাধুরীর এটিই একমাত্র দ্রুততম গাড়ি নয়। এর আগেও একটি কিনেছেন। সূত্রের খবর, মাসখানেক আগেই প্রায় দু কোটি টাকা দিয়ে একটি পোরশে ৯১১ ক্যারেরা এস কিনেছেন।
পুলের জলে পড়ে গিয়েছিল ৩ বছরের মেয়ে, বুদ্ধি আর সাহস দিয়ে তাকে বাঁচালেন ১৮-র তরুণী