শেষ আপডেট: 22nd January 2024 11:02
দ্য ওয়াল ব্যুরো: রাম মন্দির উদ্বোধনের জন্য ইতিমধ্যেই রওনা হয়েছেন অনেক তারকারা। বেশিরভাগেরাই উপস্থিত হয়ে গেছেন সেখানে। ভিকি কৌশল, ক্যাটরিনা কইফের মাঝে দেখা গেল মাধুরী দীক্ষিতকেও। সঙ্গে ছিলেন ওনার স্বামী শ্রীরাম নেনেকেও।
হলুদ রঙের এমব্রয়ডারি করা সিল্কের শাড়িতে দেখা গেল বলিউডের এই অভিনেত্রীকে। ওদিকে ডাক্তারবাবু পরেছেন খয়েরি রঙের পাঞ্জাবী। মাধুরী দীক্ষিতের শাড়িতে আছে গাছের পাতা দিয়ে অন্যরকমের ডিজাইন। শাড়ির আঁচলে সোনালি রঙের বর্ডার দেওয়া। সিকুইন এই শাড়িতে আছে সোনালি রঙের টারের কাজ। সম্পূর্ণ ট্র্যাডিশনাল ভাবেই শাড়িটি পরেছেন এই বলি অভিনেত্রী।
এরসঙ্গে ম্যাচিং করে পরেছেন গোল গলার সোনালি সিল্কের ব্লাউজ। ফুলহাতা এই ব্লাউজটিতে আছে ব্রোকেডের কাজ। এছাড়াও সিকুইন কাপড়ের মিশ্রণে এই ব্লাউজটি শাড়ির সঙ্গে বেশ মানিয়েছে।
সোনালি রঙের ব্রেসলেট, আংটি, হিল জুতো সঙ্গে কানে আছে ঝুমকা। চোখকে অল্প এঁকেছেন, সঙ্গে কপালে আছে টিপও। বেরি ফলের রঙের লিপস্টিক, গালে ব্লাশ ও চুলটা টেনে খোঁপা করেছেন উনি। ওনার এই গ্ল্যাম লুককে পরিপূর্ণ করতে চোখে দিয়েছেন মাস্কারাও।
অন্যদিকে অভিনেতা লেখক অনুপম খেরকেও দেখা গেল রাম মন্দিরে। পরেছেন কাফতান ও সঙ্গে নিয়েছেন শাল। রাম মন্দিরের আগে উনি একবার হনুমান মন্দির দর্শনে যান। উনি বলেন, আজ অযোধ্যার চারিদিকে 'জয় শ্রী রাম' ধ্বনি মনটা ভালো করে দেয়। রামের উপস্থিতি আমি বেশ টের পাই। মনে হচ্ছে আজকেই আসল দীপাবলি।
অনুপম খেরের সঙ্গে দেখা গেল অভিনেতা রজনীকান্তকেও। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আলিয়া ভাট, রনবীর কাপুর সহ প্রমুখ অভিনেতারা ইতিমধ্যেই পৌঁছেছেন রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে।