শেষ আপডেট: 11th November 2024 20:00
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি উপলক্ষে মুক্তি পেয়েছে আনিস বাজমির পরিচালনায় ‘ভুল ভুলাইয়া ৩’। সমালোচকদের থেকে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। বক্স অফিসে ঝড় না তুললেও, ব্যবসার ক্ষেত্রে খুব বেশি পিছিয়ে পড়েছে এমনটাও বলা যায় না। ‘ভুল ভুলাইয়া ৩’-এর প্রশংসাও করছেন অনেক দর্শক। কার্তিক আরিয়ান থেকে শুরু করে বিদ্যা বালান, সবার নজর কাড়া অভিনয়ের মাঝে এবারে ছবির অন্যতম চমক বলি সুন্দরী মাধুরী দীক্ষিত। তিনি নাকি এই সিনেমায় নিজেকে দেখেই প্রেমে পড়ে গিয়েছেন।
সিনেমাটি মুক্তির পরে পরেই একটি সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন তিনি। তারপর তাকে সিনেমা নিয়ে অনেক প্রশ্ন করা হয়। তিনি বেশ মন মত সব প্রশ্নের উত্তরও দেন। সিনেমা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, 'এতদিন হরর ছবিতে অভিনয় করব সেটা ইচ্ছেই রয়ে গিয়েছিল। ‘ভুল ভুলাইয়া ৩’-এ অভিনয়ের পর আমি হরর ছবির অন্ধ ভক্ত হয়ে গিয়েছি।'
মাধুরী বলেন, 'এই ছবিটা অভিনয় করে আমার এত ভাল লেগেছে, যে আমি পরের যে কোনও সিনেমায় ভূতের চরিত্রে অভিনয় করতে এক্কেবারে রাজি। ‘ভুল ভুলাইয়া ৩’ এর পাশাপাশি আরও হরর চরিত্রে দর্শকদের মন জয় করে নিতে পারব বলেই আশা রাখছি।'
ভূতের সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে সাক্ষাৎকারে মাধুরী বলেন, 'আমি খুব বেশি ভূতের সিনেমা দেখি না। ভূত সেজে অভিনয় করার ইচ্ছে বহু দিনেরই ছিল। অন্যধারার অভিনয়ে কতটা মানাবে তা বুঝতে পারিনি ভেবেই পিছিয়ে এসেছি। তাছাড়াও আমি ভয় পাই। কিন্তু আমি এই ছবিটায় নিজেকে দেখে পাগল হয়ে গিয়েছি। আমি মনে করি বিনোদনের জন্য সকলের এই ছবিটি দেখা উচিত।’
পরবর্তীতে তাঁকে আর কোনও ভূতের সিনেমায় দেখা যাবে কিনা, এই প্রসঙ্গে প্রশ্ন করতেই তিনি উত্তরে বলেন, 'আমি সবসময়ই চাই একটু অন্যধারা চরিত্র হলে ভাল হয়। কিন্তু তাই বলে ভূতের চরিত্রে আমাকে এতটা পছন্দ করবে দর্শক, এটা আমি ভাবতে পারিনি। পরবর্তী কোনও সিনেমার পরিচালক যদি আমাকে ভূত সাজিয়ে অভিনয় করার জন্য নিতে চান, তবে আমি অবশ্যই তাঁকে হ্যাঁ বলব।'