নির্মলকুমারের আরও এক পরিচয় রয়েছে। তিনি কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের স্বামী তিনি। দম্পতির দুই কন্যা। ছোট কন্যা ঝুমি থাকেন বিদেশে।
কেমন আছেন নির্মলকুমার?
শেষ আপডেট: 16 June 2025 10:59
দ্য ওয়াল ব্যুরো: গুরুতর অসুস্থ হয়ে শহরের নামজাদা বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা নির্মলকুমার চক্রবর্তী। মেয়ে মিমি ভট্টাচার্য দ্য ওয়ালকে জানিয়েছেন, বাবার পায়ে সেলুলাইটিস হয়েছিল। সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে। জ্বরও আসে। তাই আর বেশি দেরি না করে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
মিমি বলেন, "এ দিনও সকালে দেখতে গিয়েছিলাম। আগের থেকে একটু ভাল আছেন বাবা। সংক্রমণের পরিমাণ খানিক কমেলেও সুস্থ হতে এখনও দেরি আছে।" এই মুহূর্তে অভিনেতার বয়স ৯৭ বছর। আর দ্রুত সুস্থতার ক্ষেত্রে সেটিই বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন তিনি।
নির্মলকুমারের আরও এক পরিচয় রয়েছে। তিনি কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের স্বামী তিনি। দম্পতির দুই কন্যা। ছোট কন্যা ঝুমি থাকেন বিদেশে। এখানে মা-বাবার দায়িত্ব রয়েছে মেয়ে মিমির হাতেই। অভিনেত্রীর কন্যার কথায়, "আসলে বোন বাইরে থাকার কারণে আমাকেই এগুলো দেখতে হচ্ছে। আশা রাখছি, বাবা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।"
প্রশ্ন হল, সেলুলাইটিস কী? এই রোগ আদপে কটি ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ যা সাধারণত স্ট্রেপ্টোকোকাস বা স্ট্যাফিলোকোকাস ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এই সংক্রমণ শরীরের যে কোনও অংশে হতে পারে, তবে এটি সাধারণত পায়ে বেশি দেখা যায়। এই রোগের কারণে পা ফোলা, পায়ে লালচে ভাব, ব্যথা, জ্বর এমনকি গ্যাংগ্রিনেরও সম্ভাবনা থেকে যায়। যদিও সঠিক সময়ে চিকিৎসার মাধ্যমে এই রোগ ঠিক করা সম্ভব। আপাতত প্রবীণ এই অভিনেতা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন, এমনটাই কামনা করছেন সকলে।