শেষ আপডেট: 3rd January 2025 13:58
দ্য ওয়াল ব্যুরো: ম্যাডক ফিল্মসের হরর ইউনিভার্স নিয়ে দর্শকদের উত্তেজনা চরমে। ২০২৪ সালে ‘স্ত্রী ২’ মুক্তি পাওয়ার পর শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও-এর অভিনয় বক্স অফিসে সাড়া ফেলে দেয়, এমনকি শাহরুখ খানের ছবিকেও পেছনে ফেলে দেয়। সেই সময়ই ঘোষণা করা হয়েছিল, ‘স্ত্রী ৩’ আসছে। অনেকেই ভেবেছিলেন এই ছবির মাধ্যমেই হরর ইউনিভার্স শেষ হবে। কিন্তু নতুন বছরে নির্মাতারা আরও বড় চমক নিয়ে হাজির।
সম্প্রতি ম্যাডক ফিল্মস একসঙ্গে আটটি নতুন ছবির নাম এবং মুক্তির তারিখ ঘোষণা করেছে। তাদের ঘোষণা অনুযায়ী, ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে একের পর এক ছবি মুক্তি পাবে। শুধু ‘স্ত্রী’, ‘ভেড়িয়া’ বা ‘মুঞ্জিয়া’-এর মতো চেনা চরিত্র নয়, এবার নতুন চরিত্র ও গল্প নিয়ে আসছে ‘থামা’, ‘চামুন্ডা’, এবং ক্রসওভার ছবি ‘পেহলা মহাযুদ্ধ’।
মুক্তির সময়সূচি দেখে নেওয়া যাক:
‘থামা’: ২০২৫ সালের দীপাবলিতে মুক্তি। আয়ুষ্মান খুরানা ও সামান্থা রুথ প্রভু ভ্যাম্পায়ারের চরিত্রে অভিনয় করবেন।
‘শক্তি শালিনী’: ৩১ ডিসেম্বর ২০২৫
‘ভেড়িয়া ২’: বরুণ ধাওয়ানের এই ছবি আসবে ১৪ আগস্ট ২০২৬
‘চামুন্ডা’: মুক্তি পাবে ৪ ডিসেম্বর ২০২৬
‘স্ত্রী ৩’: ১৩ আগস্ট ২০২৭। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর ফিরবেন তাঁদের জনপ্রিয় চরিত্রে।
‘মহা মুঞ্জিয়া’: ২৪ ডিসেম্বর ২০২৭
‘পেহলা মহাযুদ্ধ’: ১১ আগস্ট ২০২৮
‘দুসরা মহাযুদ্ধ’: ১৮ অক্টোবর ২০২৮
‘পেহলা মহাযুদ্ধ’ এবং ‘দুসরা মহাযুদ্ধ’-এর মতো ক্রসওভার ছবিগুলো ২০২৮ সালের দীপাবলিকে এক অন্য মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে। ম্যাডক ফিল্মস তাদের সোশ্যাল মিডিয়ায় ছবিগুলোর পোস্টার শেয়ার করেছে এবং ক্যাপশনে লিখেছে, “#MaddockHorrorComedyUniverse নিয়ে আসছে আটটি মজার, ভৌতিক এবং রোমাঞ্চকর ছবি।”