রণবীর আল্লাবাদিয়া
শেষ আপডেট: 17 April 2025 06:45
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মাস অত্যন্ত কঠিন কেটেছে ইউটিউবার রণবীর আল্লাবাদিয়ার জন্য। ‘India’s Got Latent’ নামের একটি ইউটিউব শো নিয়ে তীব্র বিতর্কের কেন্দ্রে থাকা ৩১ বছর বয়সি এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, ওই ঘটনার প্রভাব পড়েছে তাঁর মানসিক স্বাস্থ্য, পেশাগত জীবন ও আর্থিক অবস্থার উপর। হতাশ হয়েছেন তাঁর পরিবার, আঘাত পেয়েছে তাঁর টিমও।
বছরের শুরুতে একটি ভাইরাল ভিডিও ক্লিপ ঘিরে বিতর্ক দানা বাঁধে। অভিযোগ ওঠে, ‘India’s Got Latent’-এর একটি পর্বে রণবীর একটি যৌন-নির্দেশপূর্ণ প্রশ্ন করেন, যেখানে পিতামাতার প্রসঙ্গ উঠে আসে। ঘটনাটি ঘিরে তীব্র সমালোচনা শুরু হলে মহারাষ্ট্র ও অসম—দুই রাজ্যের পুলিশই মামলা রুজু করে। জাতীয় মানবাধিকার কমিশন পর্যন্ত এই বিষয়টি খতিয়ে দেখে মন্তব্য করে, এটি অপ্রাপ্তবয়স্কদের উপর ‘ক্ষতিকর প্রভাব’ ফেলতে পারে।
এই ঘটনার জেরে রণবীর আল্লাবাদিয়া, কমেডিয়ান সময় রায়না, ইউটিউবার আশীষ চঞ্চলানি, ইনফ্লুয়েন্সার অপূর্ব মুখিজা এবং জসপ্রীত সিংয়ের বিরুদ্ধে একাধিক FIR দায়ের হয়।
সম্প্রতি ইনস্টাগ্রাম Q&A সেশনে এক অনুসারীর প্রশ্নের উত্তরে রণবীর বলেন, “হারিয়েছি—স্বাস্থ্য, টাকা, সুযোগ, সম্মান, মানসিক স্থিতি, শান্তি এবং মা বাবার তৃপ্তি। কিন্তু পেয়েছি—রূপান্তর, আধ্যাত্মিক বৃদ্ধি, কঠোরতা। এখন ধীরে ধীরে সবকিছু ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছি। কাজই বলবে।”
পেশাগত বিপর্যয়ের সময়ে সবচেয়ে বড় ভয় কী ছিল জানতে চাওয়া হলে তিনি জানান, “আমার ভুলের কারণে টিমের পরিবারগুলো কষ্ট পাবে, এই চিন্তাটাই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। মানুষ বোঝে না, এর পিছনে কত চাকরি জড়িত। অনেকে তো আমার কেরিয়ারই বাতিল করে দিল, অথচ এর সঙ্গে জড়িয়ে আছে ৩০০-রও বেশি মানুষের জীবন-জীবিকা। কিন্তু আমরা এগিয়ে চলব। আমি এখনও পুরোপুরি ঠিক হইনি। কিন্তু দিতে হবে নিজের সবটুকু, কারণ অনেকের জীবন আমার কাজে নির্ভর করছে।”
পরিবার নিয়ে কী ধরনের প্রভাব পড়েছে জানতে চাওয়া হলে রণবীর বলেন, “এই দিকটাই সবচেয়ে বেশি আঘাত করেছিল। যখন নিজের কাজ, নিজের সিদ্ধান্ত প্রিয়জনদের কষ্ট দেয়। তবে আমার বাবা-মা দুইজনেই যোদ্ধা। ওদের থেকেই এই মানসিকতা পেয়েছি। কঠিন ছিল, কিন্তু আমরা ধীরে ধীরে এই ধাক্কা সামলে উঠছি।”
প্রসঙ্গত, বিতর্ক শুরু হওয়ার পর সময় রায়না তাঁর ইউটিউব চ্যানেল থেকে ‘India’s Got Latent’-এর সব এপিসোড সরিয়ে ফেলেন এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি ও রণবীর আল্লাবাদিয়া মঙ্গলবার মহারাষ্ট্র সাইবার বিভাগের জিজ্ঞাসাবাদে হাজির হন, যেখানে তাঁদের বিরুদ্ধে IT Act ও IPC-র অধীন অশ্লীলতা সংক্রান্ত অভিযোগে জেরা করা হয়।
সময়ের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা জানতে চাওয়া হলে রণবীর জানান, “সময় ফিরে আসবে। আমরা সবাই এই ঘটনার পর আরও কাছাকাছি এসেছি। ভালো সময়ে যেমন পাশে থাকি, খারাপ সময়েও পাশে থাকতে হবে। ও আমার ভাই। ঈশ্বর আমাদের দেখছেন। ‘পিকচার আভি বাকি হ্যায়..."
এই কঠিন সময় থেকে পাওয়া শিক্ষা হিসেবে রণবীর বলেন, “ছোটবেলা থেকেই যোগা শুরু করা উচিত। একটানা অভ্যাস থেকে শান্ত মস্তিষ্ক গড়ে ওঠে। এই মানসিক শান্তি অনেক সাহায্য করেছে। কঠিন সময়ের মোকাবিলা করতে হলে কঠোর রুটিন দরকার।” তিনি এ-ও জানান, এখনও পুরোপুরি এই অধ্যায় কাটিয়ে উঠতে পারেননি এবং অনেক কিছুই ‘বিহাইন্ড দ্য সিন’ চলছে। তবে তাঁর বিশ্বাস, “ঈশ্বর আমার সঙ্গে আছেন।”