শেষ আপডেট: 13th January 2025 11:55
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৩ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হওয়ার কথা ৬৭তম গ্র্যামি পুরস্কার। তবে মার্কিন সিনে ম্যাগাজিন দ্য হলিউড রিপোর্টার-এর প্রতিবেদন অনুযায়ী, ভয়াবহ দাবানলের কারণে গ্র্যামির আয়োজন পিছিয়ে যেতে পারে। সঙ্গীত জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পীদের উপস্থিত থাকার কথা। যদিও গ্র্যামি পিছোনোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, তবে একাধিক সূত্র জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়ে এই আয়োজন হওয়া প্রায় অসম্ভব।
বাড়ি ছাড়তে হলো ডুয়া লিপাকে
লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেইডসে বহু তারকার বিলাসবহুল বাড়ি দাবানলে পুড়ে গেছে। ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপাকেও নিজের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ দাবানলের ভিডিও শেয়ার করেছেন ডুয়া। ভিডিওতে ধোঁয়ায় আচ্ছন্ন লস অ্যাঞ্জেলেসের আকাশ স্পষ্ট দেখা যাচ্ছে না।
ডুয়া লিখেছেন, “লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি বিধ্বংসী ও মর্মান্তিক। যাঁরা এই দাবানলের জন্য নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে বাধ্য হয়েছেন, তাঁদের কথা ভাবছি।” তিনি আরও লিখেছেন, “যাঁরা আর্থিক সহায়তা বা আশ্রয় দিতে চান, তাঁদের জন্য কিছু লিংক শেয়ার করছি।”
ডুয়া অনুরাগীদের নিজের নিরাপত্তার খবরও দিয়েছেন। লিখেছেন, “আমি নিরাপদে আছি এবং নিজের ব্যবস্থা করে নিয়েছি। এই কঠিন সময়ে যাঁরা লড়াই করছেন, তাঁদের জন্য ভালোবাসা। সবাই নিরাপদে থাকুন, একে অপরের খেয়াল রাখুন।”
২০২০ সালে বেভারলি হিলসের একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন ডুয়া। কিন্তু এবারের দাবানল তাঁকে সেই বাড়ি ছাড়তে বাধ্য করেছে।
অনুষ্ঠান বাতিল করলেন জেনিফার লোপেজ
দাবানলের প্রভাব পড়েছে বিনোদন দুনিয়ার অন্যান্য ক্ষেত্রেও। সম্প্রতি মুক্তি পাওয়া জেনিফার লোপেজের ছবি আনস্টপেবল-এর প্রচারের জন্য চলতি সপ্তাহে বেশ কিছু অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় লোপেজ সব ধরনের প্রচার-অনুষ্ঠান বাতিল করেছেন। পিপল ডটকম-এর প্রতিবেদন অনুযায়ী, লোপেজ এখন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য নিজের সময় দিতে চান।
এই দুঃসময়ে গ্র্যামি আয়োজক এবং তারকারা যেভাবে মানবিকতার পাশে দাঁড়াচ্ছেন, তা ইতিবাচক। তবে লস অ্যাঞ্জেলেসের দাবানল আর কতো প্রাণঘাতী হবে, সেটিই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। দাবানলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য এগিয়ে এসেছে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এবং আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, ১০ লাখ ডলার বা প্রায় ১২ কোটি টাকা অনুদান দেওয়া হবে। একই পরিমাণ অর্থ দেওয়ার ঘোষণা করেছেন সেলেব্রিটি প্যারিস হিলটনও।