শেষ আপডেট: 11th January 2025 20:20
প্রথম দেখা হয়েছিল সিঁথির মোড়ের এক মেলায়। কবিতার গানে মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছিলেন লোপামুদ্রা মিত্র। দর্শকাসনে জয়। সেদিন লোপার গান শুনে নিজেকে আর আটকাতে পারেননি তিনি। মনের রেডিয়োয় আচমকাই গেয়ে উঠেছিল বসন্তের কোকিল। ওই যাকে বলে, 'লাভ অ্যাট ফার্স্ট সাইট।'
লোপা বড়, জয় ছোট--- তাতে কী? তাঁদের প্রেমের এক্সপ্রেস আজও বইছে। আজ অর্থাৎ শনিবার জয়ের জন্মদিন। উপহারের রেওয়াজ নেই তাঁদের। সামান্য খাওয়াদাওয়া, আর একবুক ভালবাসা, ব্যস ওইটুকুই।
দীর্ঘ বিবাহিত জীবনে সন্তানের পরিকল্পনা করেননি তাঁরা। শুনতে হয়েছে প্রশ্ন। বছর কয়েক আগেই এক সাক্ষাৎকারে সন্তান না নেওয়ার কারণ নিয়েও মুখ খুলেছিলেন লোপামুদ্রা। জানিয়েছিলেন, সঙ্গীতই তাঁদের শাসন। সঙ্গীতের লালন করেছেন এতদিন ধরে, আগামী দিনেও করবেন। আর সেই কারণেই আলাদা করে সন্তান পরিকল্পনা করার কথা ভাবেননি তাঁরা।
জয় এগিয়ে যাক, উন্নতি হোক তাঁর--- এই কামনাই স্ত্রীর। তবে লেগেই থাকে তাঁদের খুনসুটি। আর সেই কারণেই জন্মদিনে জয়কে লোপা লিখেছেন, মাত্র তিনটি কথা, 'শুভ জন্মদিন শত্রু'।