শেষ আপডেট: 2nd November 2024 15:27
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আনন্দের মাঝেই দেশ জুড়ে আরও এক উৎসবের আমেজ। স্বয়ং গুরুদেবের জন্মদিন বলে কথা! তাই আনন্দে মেতেছেন ভক্তকুল। বলিউড বাদশাহ শাহরুখ খান। গত তিন দশকের বেশি সময় ধরে বি-টাউনে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে যাচ্ছেন। নভেম্বরের ২ তারিখ মানেই বিশ্বজুড়ে শাহরুখ ম্যানিয়ায় মেতে ওঠেন ফ্যানেরা।
এসআরকে অনুরাগীদের কাছে ২ নভেম্বর ক্যালেন্ডারের সবথেকে আনন্দের দিন। এদিন ৫৯-এ পা দিলেন শাহরুখ। বাহারি আলো দিয়ে সাজানো হয়েছে মন্নত। বলিউড বাদশার জন্মদিন বলে কথা, তাই জমকালো পার্টিরও আয়োজন করা হয়েছে তাঁর স্বপ্নের বাড়ি মন্নতে। পুরোটাই প্রতিবছর নিজে হাতে করেন তাঁর স্ত্রী গৌরী খান।
এখানেই শেষ নয়, তাঁর জন্মদিন মানেই কোটি কোটি ভক্তের শুভেচ্ছা। সব মিলিয়ে জমজমাট বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন। চাইলে সেই তালিকায় নাম লেখাতে পারেন আপনিও। মনের মতো উইশ পাঠিয়ে দিতে পারেন কিং খানের কাছে। সোশ্যাল মিডিয়ায় এসআরকেকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাতে কী করতে হবে, তা একবার দেখে নেওয়া যাক।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের অ্যাকাউন্ট থেকে শুভেচ্ছা বার্তা পোস্ট করা যেতে পারে। সেই সঙ্গে বাদশাকে শুভেচ্ছা পাঠাতে এক্স এবং ইনস্টাগ্রামে শাহরুখ খানের অফিসিয়াল অ্যাকাউন্টে ট্যাগ করা যাবে। এতে তাঁর কাছে পৌঁছিয়ে যাবে সমস্ত উইশ।
এই সব কিছুর সঙ্গে শাহরুখকে জন্মদিনের মেইল পাঠানো যেতে পারে। সেলিব্রিটি অ্যাড্রেস ডাটাবেস ফ্যানমেল.বিজ (Fanmail.biz) অনুসারে, ভক্তরা মেল করেও কিং খানের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া তাঁর বাড়ির ঠিকানায় চিঠিও পাঠাতে পারেন। শাহরুখ খান, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। লিমিটেড, ব্যাকস্টেজ প্লট নং। ৬১২, রামকৃষ্ণ মিশন রোড এবং ১৫ তম রোডের জংশন, সান্তাক্রুজ (পশ্চিম), মুম্বই ৪০০০৫৪, ভারত।
প্রতিবারের মতো এবারও দিনের শেষে মন্নতের উঁচু খোলা বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের দেখা দেবেন শাহরুখ। তারই অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ ভক্তরা। এই দিনে পৃথিবীর যেই প্রান্তেই তার কাজ থাকুক না কেন, ভক্তদের জন্য মন্নতের বারান্দায় তার আসতেই হবে। দু’হাত মেলে দূর থেকেই তাদের জড়িয়ে ধরতে হবে। পাশাপাশি এবছর বাড়িতে বড় এক পার্টি দিতে চলেছেন তিনি, যা এর আগে বলিউড দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা।
শাহরুখের এই পার্টিতে ২৫০ জন অতিথি উপস্থিত থাকবে বলেই খবর বলিউড সূত্রে। বলিউডের পাশাপাশি হলিউডের তারকাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। তবে পার্টির সেরা আর্কষণ হিসেবে থাকবে মেয়ে সুহানা ও পুত্র আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।