শেষ আপডেট: 23rd December 2024 15:20
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-এ নতুন অধ্যায়ে পা দিয়েছেন অনেক সেলেব। কেউ কেউ জীবন সঙ্গী বেছে নিয়েছেন, কেউ আবার বাবা-মা হয়েছেন। কথায় আছে বাবা-মা হওয়া ভাগ্যের ব্যাপার। এবছর যাঁদের ভাগ্য খুলল, নতুন বাবা-মা হলেন, তাঁদের তালিকা দিল দ্য ওয়াল।
রণবীর সিং-দীপিকা পাডুকোন
সেপ্টেম্বরে বাবা-মা হয়েছেন দীপবীর। কোল আলো করে এসেছে কন্যা সন্তান। নাম দিয়েছে 'দুয়া।'
View this post on Instagram
বরুণ ধাওয়ান-নাতাশা
এই দম্পতিরও কোল আলো করে এসেছে কন্যা সন্তান। ফাদার্স ডে-তে আবেগঘন পোস্ট করেন অভিনেতা।
View this post on Instagram
মাসাবা গুপ্তা-সত্যদীপ মিশ্র
মাসাবা ও সত্যদীপেরও মেয়ে হয় চলতি বছর। একাধিক কটাক্ষের শিকার হন ডিসাইনার তাঁর প্রেগনেন্সি সময়। সেসব দূরে সরিয়ে মেয়েকে নিয়ে ব্যস্ত বর্তমানে।
View this post on Instagram
বিরাট-অনুষ্কা
বছরের শুরুতে 'অকায়' জন্ম নেয়। ভামিকার ভাই হয়েছে, এই খবরটি তারকা দম্পতি জানান সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
View this post on Instagram
রিচা চাড্ডা-আলি ফজল
প্রেগনেন্সি চুটিয়ে উপভোগ করেছেন অভিনেত্রী। বেবি বাম্প নিয়ে একাধিক অনুষ্ঠানেও গেছেন। চলতি বছর তাঁরা কন্যার বাবা-মা হন।
View this post on Instagram
আদিত্য ধর-ইয়ামি গৌতম
অক্ষয় তৃতীয়ার দিন তাঁদের ছেলে হয়। সোশ্যাল মিডিয়ায় একটি অসাধারণ পোস্ট করে বিষয়টি সকলকে জানান তাঁরা।
View this post on Instagram
বিক্রান্ত মাসে-শীতল ঠাকুর
বিক্রান্ত ও শীতলের কোলজুড়ে আসে ছেলে। 'ভগবানের আশীর্বাদ' লিখে সোশ্যাল মিডিয়ায় সেকথা শেয়ার করেন তাঁরা।
View this post on Instagram
জাস্টিন বিবার
জ্যাক ব্লুস বিবারের জন্ম হয় ২৪-এ। এই খবর শোনার পরই অনুরাগীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে।
View this post on Instagram
প্রিন্স নাড়ুলা-যুবিকা
প্রিন্স ও যুবিকার মেয়ে হয়। সম্প্রতি তাঁরা মেয়ের ২ মাসের জন্মদিনও পালন করেন।
View this post on Instagram
রাধিকা আপ্তে-বেনেডিক্ট
রাধিকার কোলজুড়েও আসে কন্যা সন্তান। তারপর থেকেই শিরোনামে অভিনেত্রী। প্রেগনেন্সি নিয়ে একাধিক মন্তব্যের কটাক্ষের শিকারও হয়েছেন।
View this post on Instagram
দ্রাষ্টি ধামী-নিরাজ খেমকা
অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দেন জনপ্রিয় অভিনেত্রী। তাঁর প্রেগনেন্সির জার্নির সাক্ষী ছিলেন অনুরাগীরাও।
View this post on Instagram
দেবলীনা-শানাওয়াজ
গোপী বহু দেবলীনা জিম ট্রেনারের সঙ্গে গাটছঁড়া বাঁধেন কয়েক বছর আগে। তারপরই প্রেগনেন্সির খবর দেন। চলতি মাসে পুত্র সন্তান আসে তাঁদের জীবনে।
View this post on Instagram