শেষ আপডেট: 30th July 2022 10:30
দ্য ওয়াল ব্যুরো: বাবা-ছেলের একসঙ্গে প্রথম কাজ। তাও আবার 'উইন্ডোজ'-এর ব্যানারে। যাদের হাউজ থেকে 'বেলাশেষে', 'পোস্ত', 'রসগোল্লা'-র মতো একাধিক হিট এবং আলোড়িত সিনেমা রয়েছে। আবার পরিচালকের নাম যদি হয় কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), তাহলে তো আর দর্শকদের উন্মাদনার কথা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। তাই স্বাভাবিকভাবেই 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chhele) নিয়েও প্রত্যাশার পারদ ক্রমশ বাড়ছিল। আর আজ সিনেমার ট্রেলার মুক্তি পেতেই যেন পুজোর মতো কাউন্টডাউন শুরু করে দিয়েছেন দর্শকরা।
শনিবার সকাল ১১টায় সোশ্যাল মাধ্যমে মুক্তি পায় 'লক্ষ্মী ছেলে'-র ট্রেলার। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ'-এর পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এদিন 'লক্ষ্মী ছেলে'র ট্রেলার পোস্ট করা হয়। সঙ্গে ক্যাপশনে লেখা, 'এখনও তারা নির্ভীক। এখনও তাদের স্পর্ধা আছে রুখে দাঁড়ানোর। মানুষের বাঁচা মরা তাদের এখনও ভাবায়। তাই ওরাই আমাদের লক্ষ্মী ছেলে!'
কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই নতুন ছবির ট্রেলারে ফুটে উঠেছে অন্ধবিশ্বাস ও বিজ্ঞানের লড়াই, উঁচু জাত-নিচু জাতের সংঘর্ষ। গ্রামের মানুষের ধর্মীয় বিশ্বাস, কঠোর হিন্দুত্ববাদী সংগঠন আর তার বিপরীতে বিজ্ঞানমনস্ক ডাক্তাররা। ট্রেলারের একদম শেষে বাঁশবাগানের ভেতরে রক্তমাখা দুটি পা গায়ে কাঁটা দিতে বাধ্য করবে।
আগামী ২৫ অগস্ট সিনেমাহলে মুক্তি পাবে 'লক্ষ্মী ছেলে'। ছবিতে অভিনয় করেছেন উজান গঙ্গোপাধ্যায়, পূরব শীল আচার্য, ঋত্বিকা পালের মতো তরুণতুর্কিরা। এছাড়াও অন্যান্য গূরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রাশীস রায়, বাবুল সুপ্রিয়রা।
‘ভটভটি’ চড়ে আসবে ‘লক্ষ্মী ছেলে’! ‘বিসমিল্লা’-র সানাই কি থামাবে ‘ধর্মযুদ্ধ’, জানাবে ‘ব্যোমকেশ’