Latest News

অনবদ্য বাঁশির সুরে ‘অভি মুঝপে কঁহি’ গানে হুনরবাজের মঞ্চ মাতাল কলকাতার অনির্বাণ

দ্য ওয়াল ব্যুরো: কালারসের মঞ্চে শুরু হয়ে গিয়েছে নতুন রিয়্যালিটি শো ‘হুনরবাজ-দেশ কি শান’। নিজের যে কোনও প্রতিভা দেশের মানুষের সামনে তুলে ধরার সুযোগ থাকছে এই মঞ্চে। সারা দেশ থেকে অসংখ্য প্রতিযোগী এসেছে ‘হুনরবাজ’-এ অংশ নিতে। অডিশন পর্বের পর শুরু হয়ে গিয়েছে মূল পর্ব।কলকাতার ছেলে অনির্বাণ মাত্র ১১ বছর বয়সেই নিজের অসাধারণ প্রতিভায় নজর কেড়েছে। তাঁর বাঁশির সুরে মুগ্ধ গোটা বাংলা। হুনরবাজের মঞ্চেও প্রথম পর্বেই তার বাঁশির অসাধারণ সুর মন জয় করে নিয়েছে বিচারক থেকে দর্শকদের।অনুষ্ঠানের শুরুতে দেখা যাবে বাঁশির সুরে ‘তু হি রে’ গানে অনির্বাণের দুর্দান্ত পারফর্মেন্স। স্বয়ং মিঠুন চক্রবর্তী স্টেজে উঠে এসে অনির্বাণের প্রশংসা করেন এবং মজার ছলে তাকে ‘ওস্তাদ’ বলে ডেকে প্রণামও করেন। খুদে শিল্পীর এই অসাধারণ প্রতিভায় মুগ্ধ করণ জোহরও তাঁর সঙ্গে যোগ দেন এবং বাঁশির সুরে ‘অভি মুঝপে কঁহি’ বাজানোর বিশেষ অনুরোধও করেন। সানন্দে রাজি হয়ে বাঁশিতে মনমাতানো সুর তোলে অনির্বাণ, যা এক মুহূর্তে করণকে নস্টালজিক করে দেয়। তিনি বলেন, “ফিল্মটি (অগ্নিপথ) পর্দায় তেমন সাড়া ফেলতে পারেনি বলে আমার বাবার মন খারাপ হয়ে গিয়েছিল। আমরা যখন এই ফিল্মটি আবার তৈরি করি, অবশ্যই, এটি আসল ছবির তুলনায় কিছুই ছিল না, তবে এই গানটি আমাকে সবসময় তার কথা মনে করিয়ে দেয়।”
ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে ‘হুনরবাজ’-এর মঞ্চ। বিচারকের আসন অলংকৃত করেছেন বলিউডের তিনজন বিখ্যাত ব্যক্তিত্ব করণ জোহর, মিঠুন চক্রবর্তী এবং পরিণীতি চোপড়া। চমকে দিচ্ছে ‘হুনারবাজ-দেশ কি শান’-এর প্রতিটি পর্বই। সেইসব অবিশ্বাস্য পারফরম্যান্সের সাক্ষী থাকতে পারবেন আপনিও, ২২ জানুয়ারী থেকে শনি ও রবিবার রাত ৯ টায় শুধুমাত্র কালারসে!

You might also like