জয় ফ্লিমফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা
শেষ আপডেট: 2nd April 2024 13:52
দ্য ওয়াল ব্যুরো: বিনোদন জগতের অন্যতম পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের পাশাপাশি কয়েক বছর বাংলা ছবির তারকাদের জন্য আয়োজন করা হয়েছে জয় ফ্লিমফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা। সম্প্রতি কলকাতার একটি পাঁচ তারা হোটেলে আয়োজন করা হয়েছিল ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠান। সেখানেই প্রকাশ্যে আসে বিজয়ীদের নাম।
উপস্থিত ছিলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং বাংলার নামীদামি পরিচালক , সুরকার-গীতিকার, গায়কও অভিনেতা অভিনেত্রীরা। সেরার তালিকা সংক্ষেপে জানান হল আপনাদের।
• ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর বিজয়ী তালিকা:
সেরা ছবি: অর্ধাঙ্গিনী
সেরা ক্রিটিক ছবি: মায়ার জঞ্জাল ও নীহারিকা
সেরা পরিচালক : অতনু ঘোষ (শেষ পাতা)
সেরা অভিনেতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
সেরা অভিনেত্রী: চুর্নী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)
সেরা অভিনেতা ক্রিটিক : মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)
সেরা সহ অভিনেত্রী ক্রিটিক: স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)
সেরা সহ অভিনেত্রী: জয়া আহসন (অর্ধাঙ্গিনী)
সেরা সহ অভিনেতা : অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী)
সেরা মিউজিক অ্যালবাম: অনুপম রায় (দশম অবতার)
সেরা লিরিক্স: অনুপম রায় (আলাদা আলাদা এবং অর্ধাঙ্গিনী)
সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): অরিজিৎ সিং (ভাবো যদি এবং কাবুলিওালা)
সেরা প্লেব্যাক গায়ক (মহিলা): ইমন চক্রবর্তী (আলাদা আলাদা এবং অর্ধাঙ্গিনী) ও অনুপম রায় (মলয় বাতাসে)
সেরা মৌলিক গল্প: অতনু রায় (শেষপাতা)
সেরা অরিজিন্যাল স্ক্রিপ্ট: ইন্দ্রনীল রায়চৌধুরী, সৌগত সিনহা (মায়ার জঞ্জাল)
সেরা সংলাপ: অতনু ঘোষ (শেষ পাতা)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: দেবজ্যোতি মিশ্র (শেষপাতা)
সেরা সম্পাদক: সুমিত ঘোষ ( মায়ার জঞ্জাল)
সেরা সাউন্ড ডিজাইন: শুভদীপ সেনগুপ্ত
সেরা সিনেমাটোগ্রাফি: ইন্দ্রনীল মুখোপাধ্যায় (মায়ার জঞ্জাল)
সেরা প্রোডাকশন ডিজাইন: তন্ময় চক্রবর্তী
সেরা পোশাক সজ্জা: ঋতুরূপা ভট্টাচার্য (মায়ার জঞ্জাল)
সেরা নবাগতা অভিনেত্রী : তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী)
সেরা নবাগত অভিনেতা : সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)
সেরা নবাগত পরিচালক : সুমন্ত্র রায় (ঘাসজমি)
জীবনকৃতি সম্মান: পরিচালক প্রভাত রায়