শেষ আপডেট: 14th April 2024 17:19
দ্য ওয়াল ব্যুরো: সলমন খানের মুম্বইয়ের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই অভিনেতার বাড়ির আশেপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কিন্তু এই হামলা শেষ হামলা নয়! সলমন খানকে হুমকি দিল লরেন্স বিষ্ণোই গ্যাং। তারা রবিবারের এই হামলার দায় স্বীকারও করে নিয়েছে।
সোশ্যাল মাধ্যমে লরেন্সের ভাই আনমোল বিষ্ণোই একটি হুমকি বার্তা পোস্ট করেছে। সে লিখেছে, ''এটা ট্রেলার ছিল। এর পর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না! শেষবারের মতো সুযোগ দিয়েছি তোমাকে। এটা একটা ঝলক ছিল যাতে তুমি বুঝতে পারো, আমরা কত দূর যেতে পারি।'' প্রসঙ্গত, গত বছর থেকেই ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন খান। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার গ্যাং এই হুমকি দিচ্ছে তাঁকে।
এর আগে জেল বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার অভিনেতাকে খুনের হুমকি দিয়েছিলেন। তারাই সলমনকে হত্যা করার জন্য শ্যুটারদের মুম্বই পাঠিয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। ২০১৮ সালে দুষ্কৃতীরা সলমনকে হত্যার ছক কষেছিল। রবিবার সেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হল।
লরেন্সের ভাই আনমোল, যে সোশ্যাল মিডিয়ায় এই হুমকি বার্তা দিয়েছে সেও ভারতে 'ওয়ান্টেড'। এবং এই মুহূর্তে আমেরিকায় লুকিয়ে আছে বলে মনে করছে পুলিশ। তারই নির্দেশে রবিবার সলমন খানের বাড়ির বাইরে মোট সাত রাউন্ড গুলি চালায় অজ্ঞাত পরিচয় বাইকচালকরা।