৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেটে প্রথমবারের মতো পা রাখলেন ‘লাপাতা লেডিজ’-এর ‘ফুল’ খ্যাত নিতাংশী গোয়েল।
নিতাংশী গোয়েল
শেষ আপডেট: 16 May 2025 13:41
দ্য ওয়াল ব্যুরো: ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেটে প্রথমবারের মতো পা রাখলেন ‘লাপাতা লেডিজ’-এর ‘ফুল’ খ্যাত নিতাংশী গোয়েল। ১৭ বছর বয়সি এই অভিনেত্রী এর আগে কিরণ রাও পরিচালিত অস্কার-মনোনীত সিনেমায় অভিনয় করে নজর কেড়েছিলেন। এবার ফ্রান্সের রেড কার্পেটেও মাত করলেন দুর্দান্ত ফ্যাশন স্টেটমেন্টে।
১৫ মে, কান উৎসবের তৃতীয় দিনে, ফরাসি ক্রাইম ড্রামা 'Dossier 137'–এর প্রিমিয়ারে হাজির হন নিতাংশী। তিনি পরেছিলেন ডিজাইনার জোড়ি মনিকা অ্যান্ড করিশ্মার JADE লেবেলের কাস্টমাইজড ব্ল্যাক অ্যান্ড গোল্ড গাউন। গাউনটির কোরসেট বডিসে ছিল সোনালি ফুলের মোটিফ এবং নিচের অংশে ম্যাক্রামে ও তুলের কারুকাজ। ডিজাইনার মনিকা শাহ জানান, “নিতাংশীর মধ্যে যে কোমলতা আর চোখের দীপ্তি আছে, তা ফুটিয়ে তুলতেই এই ফ্যান্টাসি গাউন তৈরি করা হয়েছে।”
নিতাংশীকে স্টাইল করেন সেলেব্রিটি স্টাইলিস্ট জুটি শারে বৈষ্ণব ও উর্জা আমিন। তিনি পরেছিলেন সোনালি চকচকে চোকার, সাপ-ডিজাইন কানের দুল ও আংটি। গোলাপি গ্লসি ঠোঁট আর হালকা গ্ল্যাম মেকআপে তিনি যেন একেবারে রূপকথার রাজকন্যা।
রেড কার্পেটের আগেই, কান-এর ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধনে হাজির হয়ে আলোচনায় আসেন নিতাংশী। পরেছিলেন মুক্তার কাজ করা আইভরি রঙের কাস্টম প্রি-ড্রেপড শাড়ি। কপালে ছিল ছোট ছোট বলিউড কিংবদন্তিদের প্রতিকৃতিযুক্ত হেয়ার অ্যাকসেসরি—মধুবালা, রেখা, শ্রীদেবী এবং হেমা মালিনীর প্রতি তাঁর এই শ্রদ্ধা আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা কুড়িয়েছে।
ব্রুট-কে দেওয়া এক সাক্ষাৎকারে কান-এর রেড কার্পেট থেকে আবেগঘন নিতাংশী বলেন, “আমার পেটের ভিতর এখন প্রজাপতি উড়ছে! আমি সেই মেয়ে, যে স্বপ্ন দেখা মেয়েদের সাহস দিতে পারে। এটা আমার মুহূর্ত—আর আমি চাই এই মুহূর্তটা অন্যদেরও স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করুক।”