শেষ আপডেট: 2nd January 2025 15:03
ঘড়ির কাঁটায় তখন রাত দশটা। লেকটাউনের 'জয়া' সিনেমা হলের ৪ তলায় লেগেছিল আগুন। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা ছড়িয়ে যায় গোটা সিনেমাহল জুড়েই। দমকলের ১৫টা ইঞ্জিন হাজির হয়েও লাভ হয়নি। কয়েক মিনিটের মধ্যে জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছিল গোটা সিনেমা হলটি।
আগুন গ্রাস করেছিল হাজারও স্বপ্ন, স্মৃতিকেও। আহতও হন দু'জন। মন খারাপ হয়েছিল শহরবাসীর। মাল্টিপ্লেক্সের বাজারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে যে কয়েকটি সিনেমা হল এখনও শহরে অবশিষ্ট আছে তার মধ্যে জয়া যে অন্যতম! তারও 'মৃত্যু'।
তবে জয়া যেন 'ফিনিক্স'। আগুনে পুড়ে গেলেও আবারও স্বমহিমায় ফিরছে সে, খবর তেমনটাই। নতুন বছরে জয়ার আপডেট জানতে 'দ্য ওয়াল' যোগাযোগ করেছিল সিনেমা হলের মালিক মনোজিৎ বণিকের সঙ্গে।
তিনি বলেন, "নতুন বছরেই কাজ শুরু করছি আমরা। জয়া ২.০কে নিয়ে বড় ভাবনা রয়েছে। তিনটে স্ক্রিন হবে সিনেমার। এ ছাড়াও থাকবে ফুড কোর্ট। দোকানও থাকবে বেশ কয়েকটা। মানুষ কেনাকাটাও করতে পারবেন।" আবারও একটা মাল্টিপ্লেক্স?
প্রশ্ন শুনেই মনোজিৎ যোগ করলেন, "না, ঠিক মাল্টিপ্লেক্স বলা যেতে পারে না। বরং বলা যেতে পারে স্ট্যান্ড অ্যালোন কমার্শিয়াল বিল্ডিং।" ২০২৫-এ শুরু হচ্ছে কাজ। শেষ হতে কত সময় লাগবে? সে খবরও শেয়ার করে নিয়েছেন মালিক।
জানালেন, দর্শকের জন্য রি-ওপেন হতে এখনও সময় লাগবে আড়াই বছর। সব কিছু ঠিক থাকলে আগামী ২০২৮-এই প্রিয়জনকে সঙ্গী করে হাতে পপকর্ণ নিয়ে আপনি দেখতে পারবেন আপনার পছন্দের অভিনেতার ছবি।