দিলজিতের কনসার্ট নিয়ে প্রশ্ন লগ্নজিতার
শেষ আপডেট: 3rd January 2025 20:15
শুরুতেই লিখেছেন 'ব্যক্তিগত পোস্ট'-- তাঁর পেশাগত জীবনের সঙ্গে এই পোস্টের যে কোনও সম্পর্ক নেই তা জানিয়ে দিয়েছেন সোজাসুজি। কথা হচ্ছে গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর। কেন বিস্মিত তিনি? দেশ-বিদেশে এই মুহূর্তে ট্রেন্ড করছেন পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। তাঁর কনসার্ট এই মুহূর্তে সুপারহিট। আর তাঁর গান? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গায়িকার মনে।
সেই ব্যক্তিগত পোস্টে লগ্নজিতা লিখছেন, "সম্প্রতি এক বন্ধুর সঙ্গে দেখা হল। সে সবেমাত্র দিলজিতের কনসার্ট থেকে ফিরেছে। কনসার্ট কেমন লেগেছে আমি ওকে জিজ্ঞাসা করতে থাকি। ও ভাল রিভিউই দেয়। ফের আমি ওকে জিজ্ঞসা করি, দিলজিতের তোমার পছন্দের গান কোনগুলি? মাথা চুলকিয়েও গানের নাম সে কিছুতেই মনে করতে পারে না। বলে, 'ঠিক জানি না, আসলে অত মন দিয়ে, আলাদা করে কখনও শুনিনি দিলজিৎকে। আসলে ওর ভাইবসটা ভাল লাগে'।
লগ্নজিতা যোগ করেন, "এর পর আমি ওকে জিজ্ঞাসা করি অরিজিৎ সিংয়ের তিনটে গানের নাম বলার জন্য। আমার সেই বন্ধুটি কিন্তু কোনওদিন অরিজিতের কনসার্টে যায়নি। তবে অরিজিতের গানের নাম সহজেই বলে দিতে পারল ও।" আর এই জায়গাতেই বিভ্রান্ত লগ্নজিতা। তাঁর মনে জেগেছে হাজারও প্রশ্ন। যে প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন তাঁর ভক্তদের কাছে। জিজ্ঞাসা করেছেন, "এখন কি পিআরটাই সব কিছু? কেন এখন কনসার্ট এতটা হিট? কেন সেই কনসার্ট থেকে ফিরে এসে মানুষ গানের নামও মনে করতে পারে না? কই অরিজিৎ, সুনিধি বা শ্রেয়ার ক্ষেত্রে তো এমনটা হয় না?"
লগ্নজিতার এই প্রশ্ন শুধু তাঁর একার নয়। সে প্রমাণ মিলেছে কমেন্ট বক্সেই। বাচিকশিল্পী শোভনসুন্দর বসু যেমন লিখেছেন, "কী আর বলবো , অনেক কথাই বলতে ইচ্ছে হয়। গান কবিতার প্রভাব মানুষের মধ্যে স্থায়ী হয় না এখন। গানের মধ্যে যে বার্তা আছে, ব্যঞ্জনা অভিব্যক্তি আছে তা মানুষ মনদিয়ে আর শোনে না। মানুষ পারফরম্যান্স দেখতে ও যায়। অডিটোরিয়াম থেকে বেরিয়ে যেই গাড়িতে বসলো, অন্যকিছু বেজে উঠল, বা রিল শুরু হয়ে গেল ফোনে বা গাড়িতে। সব প্রভাব নষ্ট। কোনও অভিঘাত নেই।"
উল্লেখ্য লগ্নজিতার মনে প্রশ্ন জাগলেও দিলজিতের কনসার্ট কিন্তু এই মুহূর্তে সুপারহিট। শুধু দেশে নয়, বিদেশেও এই ধরনের কনসার্ট সমানভাবে সমাদৃত। শুধু দিলজিৎই নন, এ পি থেক শুরু করে বাদশা, রাফতার তাঁদের কনসার্ট শুনতেও রাত জাগতে রাজি সাধারণ। ইনস্টার ভোক্যাবসে তাঁরাই যে এখন ট্রেন্ডিং।