শেষ আপডেট: 3rd January 2025 19:38
দ্য ওয়াল ব্যুরো: মাস কয়েক আগেই একাধিক যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছিল মালায়ালাম ফিল্ম ইন্ডাস্টি। বিশেষত, হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই টালমাটাল সময়েই মালায়ালি অভিনেত্রী তথা বিজেপি নেত্রী খুশবু সুন্দরও অভিযোগের আঙুল তুলেছিলেন নিজের বাবার দিকেই।
খুশবু জানিয়েছিলেন, মাত্র ৮ বছর বয়সে বাবার যৌন লালসার শিকার হন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে আবারও মুখ খুলেছেন খুশবু। একই সঙ্গে তিনি জানান, বাবার দ্বারা কী অমানসিক অত্যাচারের শিকার হতে হয় তাঁকে ও তাঁর দুই দাদাকেও।
খুশবু বলেন, "বাবা আমায় যৌন নির্যাতন করত। আর তার শারীরিক নির্যাতনের শিকার হত আমার দাদা-ভাইয়েরা। বেল্ট, জুতো যা পারত তাই দিয়ে ক্রমাগত মেরে যেতো আমাদের। মাকে ঘুষি মারতেও দেখেছি। দেওয়ালের মধ্যে মাকে ধাক্কা দিয়ে মার... সব কিছু দেখতে হয়েছে আমাদের।" দিনের পর দিন এভাবেই কাটত তাঁদের। মুখ খোলার মতো সাহস ছিল না। মুখ খুললেই ফের মা। শুধু কি মার? ওইটুকু বয়সেই শারীরিক-মানসিক সব দিক দিয়েই চরম নির্যাতনের শিকার হতে হয়েছে তাঁকে।
বাবার অত্যাচারেই ঘর ছাড়েন খুশবু। এসে পৌঁছন চেন্নাইয়ে। সে সময় তাঁর বয়স মাত্র ১৪। ছবিতে শুটিং করার সুযোগ পান খুশবু। কিন্তু হায়! সেখানেও হাজির হয় তাঁর বাবা। অত্যাচার চলতে থাকে আগের মতোই। মনমরা হয়ে থাকতেন খুশবু। কিছু যে ভুল হচ্ছে তা প্রথম আঁচ করতে পারেন তাঁর হেয়ার ড্রেসার।
খুশবুর কথায়, "আমার সঙ্গে এসে তিনি কথা বলেন। জিজ্ঞাসা করেন, সব ঠিক আছে কিনা। আমি ভেঙে পড়ি।" এর পরেই বাবার অত্যাচারের কথা তামাম দুনিয়ার কাছে ফাঁস করেন খুশবু। জানান সবটা। মুক্তি পান অত্যাচারের হাত থেকে।