শেষ আপডেট: 9th April 2025 14:48
দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না কৌতুকশিল্পী কুণাল কামরার। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে ঠাট্টা করে সম্প্রতি চর্চায় উঠে এসেছিলেন তিনি। সেই ঘটনার রেশ না কাটতেই এবার আরেক বিতর্কে জড়ালেন কুণাল। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি—তাও তির্যক মন্তব্যের মাধ্যমে।
ঠিক কী ঘটেছে?
ইনস্টাগ্রামে এক কাস্টিং ডিরেক্টরের পাঠানো মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন কুণাল। সেই মেসেজে লেখা ছিল, “আমি ‘বিগ বস’-এর আসন্ন সিজনের জন্য কাস্টিং করছি। আমরা আপনাকে নিয়ে ভাবছি কারণ আমাদের মনে হয়েছে আপনি দর্শকের মন জয় করতে পারবেন। আপনার সঙ্গে একটু আলোচনা করা সম্ভব?”
এই প্রস্তাবে এক মুহূর্ত দেরি না করেই জবাব দেন কুণাল কামরা। লেখেন, “এই শোয়ে যাওয়ার থেকে মানসিক হাসপাতালে ভর্তি হওয়াই শ্রেয় মনে করি।” পাশাপাশি পোস্ট করেন সলমন খানের সিনেমা রাধে-র একটি গানের অংশ।
এর আগেও রাজনৈতিক মন্তব্যের জেরে বিপাকে পড়তে হয়েছিল কুণালকে। উপমুখ্যমন্ত্রীকে কটাক্ষ করায় তাঁর শোগুলি বাতিল করে দেয় BookMyShow। সরিয়ে ফেলা হয় তাঁর সমস্ত কনটেন্ট, বাদ দেওয়া হয় বুকিং প্ল্যাটফর্মের তালিকা থেকেও। শো বাতিল, বয়কট—কিছুতেই থামানো যাচ্ছে না কুণালকে। রসিকতা আর প্রতিবাদে মিশ্রিত তাঁর কণ্ঠস্বর যেন আরও স্পষ্ট।