শেষ আপডেট: 7th September 2023 02:49
'কুছ তো লোগ কহেঙ্গে'
Kuchh Toh Log Kahenge - An Era of Music
দ্য ওয়াল ব্যুরো: ছবির নাম 'অমর প্রেম'! প্রেম অমর হোক বা না হোক, শক্তি সামন্তের ছবিটি যেন অমরত্ব লাভ করে ফেলেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের ওপর বানানো, উত্তমকুমারের 'নিশিপদ্ম' ছবির হিন্দি রিমেক এই ছবিটিতে রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুরের অভিনয় আজ চার দশক পেরিয়েও অমলিন। কিন্তু এখন রাজনীতি থেকে বলিউড, কোথাও গসিপের সামান্য গন্ধ পেলেই কুশীলবদের মুখে চলে আসছে এই ছবির একটি প্রবাদপ্রতিম গান। 'কুছ তো লোগ কহেঙ্গে (Kuchh Toh Log Kahenge)… লোগোঁ কা কাম হ্যায় কহেনা…'
এই যেমন গত বছরের কথা। লোকসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখছেন জম্মু ও কাশ্মীরের বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লা। কিন্তু ক্যামেরা তাঁর দিকে ঘুরতেই দেখা গেল, তাঁদের পিছনের বেঞ্চে বসে নিবিষ্টমনে গল্প করছেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এবং কংগ্রেসের শশী তারুর। তারুর সুপ্রিয়ার পিছনের বেঞ্চে। ফলে সুপ্রিয়া ঘাড় ঘুরিয়ে খুব অল্প গলায় কিছু বলছেন আর তারুর কার্যত বেঞ্চে মাথা রেখে নিবিষ্টমনে তাঁর দিকে হেলে কথাটা শুনছেন।
এমনিতেই সংসদে নানা ঘটনা নিয়ে মাঝেমধ্যে নেটপাড়ায় ঝড় ওঠে। এবারেও এহেন সোনার সুযোগ পেয়ে ছাড়েননি রসিকজনেরা। নানা সরস, চটুল বা রসালো মন্তব্যে ভরে যায় সমাজমাধ্যম। শশী তারুর বরাবরই ফ্ল্যাম্বয়েন্ট। তাঁর সম্পর্কে অনেকের যে ধারণা তাতে চুটল ও রসালো মন্তব্য আলবাৎ চলে যায়।
শশী তারুর যদিও দমেননি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রথমে ব্যাখ্যা দিয়েছেন, বিষয়টা আদতেই সখ্য বা মধুর রসাত্মক কিছু নয়। বরং সুপ্রিয়া খুব গুরুত্বপূর্ণ একটি নীতিগত প্রশ্ন তুলেছিলেন। কিন্তু সেই সময় ফারুক আবদুল্লা বক্তৃতা দিচ্ছিলেন বলে খুব আস্তে আস্তে বলছিলেন, ফলে তিনি খানিক হেলে গিয়ে শোনার চেষ্টা করছিলেন। কিন্তু তারপরেই টুইটে জুড়ে দেন, 'কুছ তো লোগ কহেঙ্গে…', কিশোরকুমারের গাওয়া সেই অদ্বিতীয় কয়েক লাইন।
বলিউডের বয়কট ট্রেন্ডের বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে এই গানেরই শরণাপন্ন হয়েছিলেন অভিনেতা সুনীল শেট্টি। আজকাল কিছু বানানো হলেই একশ্রেণির দর্শক টুইটারে তাঁকে 'বয়কট'-এর দাবি জানিয়ে 'ট্রেন্ড' করাতে থাকেন। নিজের ওয়েব সিরিজ 'হান্টার' নিয়ে কথা বলতে গিয়ে মুম্বইয়ের এক সাংবাদিক সম্মেলনে সুনীল বলেছেন, 'কুছ তো লোগ কহেঙ্গে… কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে।'
সুনীলের কথাটা ভুল নয়। 'বয়কট'-এর ডাক আজকাল প্রায় ছোঁয়াচে রোগ থেকে মহামারির আকার ধারণ করেছে। একশো চল্লিশ কোটি মানুষের দেশ। কোনও ছবির পোস্টার রিলিজ হলেই কোনও না কোনও প্রান্তে ঠিকই সেটিকে ঘিরে বয়কটের ডাক শুরু হয়ে যায়। শুরুতে ভাবা হচ্ছিল, এই বয়কটের ডাকের সত্যিই দারুণ জোর! একাই বাজার ঘুরিয়ে দিতে পারে। অবশেষে আসরে নামতে হল সেই বলিউড বাদশাকেই। শাহরুখ খানের 'পাঠান' একেবারে হাতে-কলমে দেখিয়ে দিল, সত্যিই 'কুছ তো লোগ কহেঙ্গে', গাদাখানেক বয়কটের ডাক ঘাড়ে নিয়েও ছবি একেবারে আসমুদ্রহিমাচল সিনেমা হলে তুফানি তুলে ব্লকবাস্টার।
ছবি না চললেও সেই কিশোরকুমারের ওই কিম্বদন্তী গানেই আশ্রয় নিয়েছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। বলিউডে বিস্তর ঢাকঢোল পিটিয়ে মুখ থুবড়ে পড়েছিল তাঁর ও রণবীর কাপুর অভিনীত ছবি 'শামসেরা'। প্রায় দেড়শো কোটি বাজেটের ছবি, অথচ ৬০ কোটিও ওঠেনি। তাই নিয়ে টুইটারে লম্বা প্রতিক্রিয়া জানিয়েছিলেন সঞ্জয়। 'কেউ কেউ ছবিটি না দেখেই অপছন্দ করেছেন। খুব অবাক লাগে। তারা কোনও সম্মান করে না শিল্পীদের। শামসেরা হয়ত একদিন তার দর্শককে পাবে। যতদিন না পায়, আমি আছি ছবির সঙ্গে'… এই মর্মে লিখে বক্তব্য শেষ করেছেন, 'বাকি কুছ তো লোগ কহেঙ্গে (Kuchh Toh Log Kahenge), লোগো কা কাম হ্যায় কহেনা' বলে।
বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারা আলি খানও বলেছেন, কেউ কিছু বলতেই পারে। তাতে তাঁর যায় আসে না।
লোকের কথায় কান দিতে নেই, এ একেবারে অরণ্যের প্রাচীন প্রবাদ। কিন্তু সে যতই থাক না কেন, কানাঘুষোতে কান ঠিকই চলে যায়। তাতে চাপান-উতোর থেকে ঝগড়া সবই লেগে যায়। 'পাশের বাড়ির অমুক কাকিমা সেদিন কী বলল জানিস' বলে যে অমোঘ গল্পের শুরু হয়, শেষে সেই গল্প কতদূরে গিয়ে থামবে, কেউই জানে না। ফলে ওই আর কি, 'ছোড়ো বেকার কি বাতেঁ…'
অদ্ভূত ব্যাপার হল, অমর প্রেম ছবিতে কিশোর কুমার যে গানটি গেয়েছিলেন, তার মূল বাংলা ছবি নিশিপদ্মে সেই একই গান বাংলায় গেয়েছিলেন মান্না দে—‘যা খুশি ওরা বলে বলুক..’। মান্না দের গাওয়া সেই অপূর্ব গানটি আজও জনপ্রিয়। তবে এভাবে গানটি উদ্ধৃত করে বিতর্ক সামাল দেওয়ার চেষ্টা দেখা যায় না। যা পেরেছে ‘কুছ তো লোগ কহেঙ্গে..’।
'অমর প্রেম' ছবির সবক'টি গানই দর্শকের ভালবাসায় অমরত্ব লাভ করেছে। বিশেষ করে হাওড়া ব্রিজকে ফ্রেমে রেখে রাজেশ খান্নার গলায় সেই কালজয়ী 'চিঙ্গারি কোই ভড়কে…', আজও যাকে বলে চিরসবুজ। কিন্তু রাজনীতি হোক বা বলিউড, ক্রমশই নানা দিক দিয়ে দেখা দিচ্ছে 'কুছ তো লোগ কহেঙ্গে' (Kuchh Toh Log Kahenge)। আসলে লোকে এত কথা বলে আজকাল যে, মাঝেমধ্যে মনে হয়, সেই ১৯৯৫ সালে বলা বলিউড বাদশার কথাগুলোই যেন ঠিক… 'বড়ে বড়ে দেশো মেঁ অ্যায়সি ছোটি ছোটি বাতেঁ হোতি হি রহেতি হ্যায়…'।
জিভে জল আনা আইসক্রিমের সন্ধান চাই? কলকাতার এই ৫ আইসক্রিম পার্লার সেরা স্বাদের ঠিকানা