শেষ আপডেট: 4th December 2023 18:29
দ্য ওয়াল ব্যুরো: 'কফি উইথ করণ'-এ এসে নতুন বিতর্কে জড়ালেন কৃতি শ্যানন। অভিযোগ, করণের টক শো-এ এসে অভিনেত্রী নাকি এমন কিছু কথা বলেছেন, যা খুবই বিতর্কিত। ঘটনাকে কেন্দ্র করে বলিপাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, এরপরই বড় পদক্ষেপ নিয়েছেন কৃতি।
জানা গিয়েছে, ‘কফি উইথ করণ’-এ এসে কৃতি করণকে টাকা আয় করার ক্ষেত্রে চ্যালেঞ্জ জানান। আর সেইসময়েই কৃতির মুখে শোনা যায় বেশ কয়েকটি ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কথা। তা দেখে নেটিজেনদের একাংশের ধারণা হয়েছে যে, কৃতি ইচ্ছে করেই ওই প্ল্যাটফর্মগুলির নাম প্রচার করেছেন।
বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই নড়ে চড়ে বসেছেন কৃতি। এরপর সামাজিক মাধ্যমে অভিনেত্রী লেখেন, "আমাকে নিয়ে একাধিক জায়গায় খবর হয়েছে যে আমি ‘কফি উইথ করণ’-এ গিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রচার করেছি। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আইনি পদক্ষেপ করছি।"
এরপর কৃতি আরও বলেন, "এই খবরগুলো ছাপার পিছনে নিশ্চয়ই কোনও অসৎ উদ্দেশ্য কাজ করছে। আমি এমন কোনও কাজ করিনি। ওই সংবাদমাধ্যমগুলিকে ইতিমধ্যে আইনি নোটিস পাঠিয়েছি। আপনারা এই ধরনের ভুয়ো খবর থেকে সতর্ক থাকুন। কোনওরকম প্ররোচনায় পা দেবেন না।"
উল্লেখ্য, মাসখানেক আগেই জাতীয় পুরস্কার জিতেছেন কৃতি। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘মিমি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। তাঁর পাশাপাশি আলিয়াও পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার। এরই মাঝে হঠাৎই কৃতিকে নিয়ে ভুয়ো খবর রটল সামাজিক মাধ্যমে।