এই কান্নার কারণ ‘লাইফ ইন এ মেট্রো’ ও ‘মেট্রো...ইন দিনো’-র একটা গোটা যাত্রায় দাঁড়িয়ে একমাত্র কঙ্কনাই যিনি দুই সিনেমাতেই অভিনয় করছেন।
‘মেট্রো...ইন দিনো’
শেষ আপডেট: 29 May 2025 15:07
দ্য ওয়াল ব্যুরো: ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাইফ ইন এ মেট্রো’ আজও শহুরে প্রেমের সুরে জড়ানো এক মাইলফলক সিনেমা। অনুরাগ বসুর নির্মাণ, একাধিক গল্পের গাঁথুনি, আর বাস্তবের ছোঁয়ায় মোড়া ভালবাসা আজও সিনেমাপ্রেমীদের হৃদয়ে গেঁথে আছে। সেই স্মৃতির পথ ধরে এবার আসছে ‘মেট্রো...ইন দিনো’। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার, আর সদ্য প্রকাশ্যে এল ছবির প্রথম গান—‘জামানা লাগে’।
মুম্বইয়ের এক ক্যাফেতে বুধ সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে গানটির আত্মপ্রকাশ ঘটে। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। তবে উৎসবের মাঝে হঠাৎই যেন থেমে গেল সবকিছু—যখন কঙ্কনা সেন শর্মা ভেঙে পড়লেন কান্নায়।
এই কান্নার কারণ ‘লাইফ ইন এ মেট্রো’ ও ‘মেট্রো...ইন দিনো’-র একটা গোটা যাত্রায় দাঁড়িয়ে একমাত্র কঙ্কনাই যিনি দুই সিনেমাতেই অভিনয় করছেন। প্রথম ছবিতে তাঁর পাশে ছিলেন প্রয়াত ইরফান খান, আর এবার পঙ্কজ ত্রিপাঠি। সহ-অভিনেতা বদলেছে, কিন্তু কিছু দৃশ্য আজও আগের ছবিরই প্রতিচ্ছবি।
পরিচালক অনুরাগ বসু জানালেন, সিনেমার কিছু দৃশ্যে অভিনয় করার সময়ই কান্না এসে গিয়েছিল কঙ্কনার। ইরফানের নাম উচ্চারণ হলেই ভারাক্রান্ত হয়ে পড়েন তিনি। শুধু ইরফান নয়, আগের ছবির প্রিয় গায়ক কেকে-র অভাবও তাড়িয়ে বেড়ায় তাঁকে।
নিজেই স্বীকার করেছেন কঙ্কনা—ইরফানকে ভুলতে ‘জামানা’ লেগে যাবে। অভিনয়ের প্রতিটি মুহূর্তে তিনি যেন তাঁর প্রিয় সহ-অভিনেতাকে ফিরে ফিরে খুঁজেছেন। কেকের কণ্ঠও যেন বারবার ফিরে এসেছে তাঁর কানে।