Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
লন্ডনে ‘প্রজাপতি ২’-এর শুটিং শেষ! পড়ন্ত রোদে দেব-জ্যোতির্ময়ীর রসায়নEng vs Ind: লর্ডসে হারলেও ইতিহাস গড়লেন ভারতীয় বোলাররা, জাদেজা-স্টোকসের অনন্য রেকর্ড ঘণ্টায় ২৮ হাজার কিমি বেগে সফল অবতরণ পৃথিবীতে, শুভাংশুদের বরণ করতে প্রস্তুত সান দিয়েগোসাময়িক স্বস্তি ভারতীয় নার্সের, মৃত্যুদণ্ড কার্যকরের ২৪ ঘণ্টা আগে তা স্থগিত রাখল ইয়েমেনসল্টলেকের রাস্তার গর্তে কই মাছ ছেড়ে বিজেপির বিক্ষোভ! স্মার্ট সিটি নিয়ে কটাক্ষসিঙাড়া নিয়ে সতর্কতা, এদিকে বহাল তবিয়তে বিকোচ্ছে বহুজাতিক জাঙ্কফুড! এ কেমন ভণ্ড স্বাস্থ্যনীতি?প্রশান্ত মহাসাগর ছুঁল ড্রাগন ক্যাপস্যুল, ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লাতৃণমূল ও সিপিএম এক ফ্রেমে, পর্দায় কোনও পার্টি নেই, তবে সব চরিত্র কাল্পনিকও নয়!Shubhanshu Shukla: আজই পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা, ISS অভিযান শেষে নতুন ইতিহাস ভারতের২১ জুলাইয়ের ঢাকে কাঠি, শহিদ মঞ্চে খুঁটি পুজো, মোদীকে নিশানা তৃণমূলের
Konkona Sen Sharma Metro In Dino

‘মেট্রো...ইন দিনো’ ছবির প্রচারে কঙ্কনা, কেঁদে বললেন, 'ইরফানের জন্য বড্ড মন কেমন করছে'

এই কান্নার কারণ ‘লাইফ ইন এ মেট্রো’ ও ‘মেট্রো...ইন দিনো’-র একটা গোটা যাত্রায় দাঁড়িয়ে একমাত্র কঙ্কনাই যিনি দুই সিনেমাতেই অভিনয় করছেন। 

‘মেট্রো...ইন দিনো’ ছবির প্রচারে কঙ্কনা, কেঁদে বললেন, 'ইরফানের জন্য বড্ড মন কেমন করছে'

‘মেট্রো...ইন দিনো’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 29 May 2025 15:07

দ্য ওয়াল ব্যুরো: ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাইফ ইন এ মেট্রো’ আজও শহুরে প্রেমের সুরে জড়ানো এক মাইলফলক সিনেমা। অনুরাগ বসুর নির্মাণ, একাধিক গল্পের গাঁথুনি, আর বাস্তবের ছোঁয়ায় মোড়া ভালবাসা আজও সিনেমাপ্রেমীদের হৃদয়ে গেঁথে আছে। সেই স্মৃতির পথ ধরে এবার আসছে ‘মেট্রো...ইন দিনো’। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার, আর সদ্য প্রকাশ্যে এল ছবির প্রথম গান—‘জামানা লাগে’।

মুম্বইয়ের এক ক্যাফেতে বুধ সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে গানটির আত্মপ্রকাশ ঘটে। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। তবে উৎসবের মাঝে হঠাৎই যেন থেমে গেল সবকিছু—যখন কঙ্কনা সেন শর্মা ভেঙে পড়লেন কান্নায়।

এই কান্নার কারণ ‘লাইফ ইন এ মেট্রো’ ও ‘মেট্রো...ইন দিনো’-র একটা গোটা যাত্রায় দাঁড়িয়ে একমাত্র কঙ্কনাই যিনি দুই সিনেমাতেই অভিনয় করছেন। প্রথম ছবিতে তাঁর পাশে ছিলেন প্রয়াত ইরফান খান, আর এবার পঙ্কজ ত্রিপাঠি। সহ-অভিনেতা বদলেছে, কিন্তু কিছু দৃশ্য আজও আগের ছবিরই প্রতিচ্ছবি।

পরিচালক অনুরাগ বসু জানালেন, সিনেমার কিছু দৃশ্যে অভিনয় করার সময়ই কান্না এসে গিয়েছিল কঙ্কনার। ইরফানের নাম উচ্চারণ হলেই ভারাক্রান্ত হয়ে পড়েন তিনি। শুধু ইরফান নয়, আগের ছবির প্রিয় গায়ক কেকে-র অভাবও তাড়িয়ে বেড়ায় তাঁকে।

নিজেই স্বীকার করেছেন কঙ্কনা—ইরফানকে ভুলতে ‘জামানা’ লেগে যাবে। অভিনয়ের প্রতিটি মুহূর্তে তিনি যেন তাঁর প্রিয় সহ-অভিনেতাকে ফিরে ফিরে খুঁজেছেন। কেকের কণ্ঠও যেন বারবার ফিরে এসেছে তাঁর কানে।


ভিডিও স্টোরি