Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
জানোয়ারের খাবার, 'অখাদ্য বিরিয়ানি' স্পাইস জেটের কর্মীকে খেতে বাধ্য করলেন ক্ষুব্ধ যাত্রীরাইজরায়েলের ছায়াযুদ্ধ: কীভাবে কাজ করে তাদের গোয়েন্দা সাম্রাজ্যপ্রেমে নাকি ভাঙন! মুম্বইয়ের রাস্তায় কার হাতের ছবি দিয়ে ভালবাসার উদযাপন দেবের? Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দিঘার হোটেল নিয়ে পুলিশের বড় পদক্ষেপউজ্জ্বল, দাগমুক্ত ত্বকের গোপন রহস্য বিটরুটের আইস কিউব! ভাইরাল এই দাবি কি সত্যি?মিঠুনের প্রথম স্ত্রীও ছিলেন অভিনেত্রী, চার মাসের বিয়ে থেকে পেয়েছিলেন চার দশকের যন্ত্রণাবাড়িতে একা থাকলেই ‘রবীন্দ্রনাথ’ হয়ে যেতাম: প্রিয়াংশু পুজোর থিম অপারেশন সিঁদুরবাংলার দুয়ারে ঘূর্ণাবর্ত! বড় আপডেট শোনাল আলিপুররাজাকে খুনের ষড়যন্ত্রে জড়িত সোনমের বাবা-মা ও দাদা! নারকো টেস্টের দাবি রঘুবংশী পরিবারের
Konkona Sen Sharma And Amol Parashar

গ্রাম চিকিৎসালয়ের স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে ধরা দিলেন কঙ্কনা-আমোল, প্রেম করছেন? যা বললেন যুগল

যদিও এই সম্পর্কের বিষয়ে এখনও কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে কিছুদিন আগে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমোল পরাশর ইঙ্গিত দিয়েছিলেন, তিনি একটি 'কমিটেড' রিলেশনশিপে রয়েছেন।

গ্রাম চিকিৎসালয়ের স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে ধরা দিলেন কঙ্কনা-আমোল, প্রেম করছেন? যা বললেন যুগল

কঙ্কনা-আমোল

শেষ আপডেট: 15 May 2025 12:48

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই বলিউডে গুঞ্জন চলছে, শোনা যাচ্ছে প্রেমে পড়েছেন অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। সম্পর্কে রয়েছেন অভিনেতা আমোল পরাশরের সঙ্গে। দু’জনেই এ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন এতদিন। তবে গতরাতে তাঁরা যেন নিজেরাই সে গুঞ্জনে সিলমোহর দিলেন। একসঙ্গে প্রথমবার ধরা দিলেন ক্যামেরায়।  

মুম্বইয়ের খার এলাকায় এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসের সামনে দেখা যায় কঙ্কনা এবং আমোলকে। উপলক্ষ ছিল আমোল পরাশরের সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ গ্রাম চিকিৎসালয়ের স্পেশাল স্ক্রিনিং। দু’জনেই ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন, আর সেই মুহূর্ত দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ইভেন্টে কঙ্কনা পরেছিলেন ধূসর রঙের একটি পাওয়ার স্যুট, একেবারে ‘বস লেডি’ লুকে ধরা দেন। অন্যদিকে আমোল পরেছিলেন সাদা শার্টের ওপর নীল ব্লেজার। যুগল হিসেবে তাঁদের উপস্থিতি নজর কাড়ে সকলের।

যদিও এই সম্পর্কের বিষয়ে এখনও কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে কিছুদিন আগে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমোল পরাশর ইঙ্গিত দিয়েছিলেন, তিনি একটি 'কমিটেড' রিলেশনশিপে রয়েছেন। নাম না নিয়েই তিনি বলেছিলেন, 'আমাকে কিছু আটকে রাখেনি। তবে, এটাও ঠিক আমি এমন কোনও কারণ দেখিনি যা  এটা প্রকাশ্যে আনার জন্য যথেষ্ট জরুরি করে তোলে।'

তিনি আরও যোগ করেন, 'বাস্তব সম্পর্কের একটা পবিত্রতা থাকে। সেগুলো যতটা সম্ভব ব্যক্তিগত রাখাই ভাল।'

বিনোদন জগতের প্রচার-ভিত্তিক সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে আমোল সাক্ষাৎকারে বলেছিলেন, 'এখানে অনেক সময় সম্পর্ক না থাকলেও চালানো হয়... পিআররা আমায় আগেও এইরকম সাজেশন দিয়েছেন। বলেছেন, কিছু একটা চালিয়ে দিই। আমি চাই মানুষ আমার কাজ নিয়ে কথা বলুক। কিছু প্রকাশ করতে হলে আমি সেটা আমার কাজের মাধ্যমেই করব।'

কঙ্কনার নাম না নিয়েই তিনি বলেন, 'আমরা কাউকে লুকোচ্ছি না। পার্টিতে যাই, লোকজন জানে। কিন্তু মিডিয়ায় আলাদা করে কিছু দেওয়ার প্রয়োজন অনুভব করিনি। আমাদের সেটা দরকারও পড়েনি।'

প্রসঙ্গত, কঙ্কনা সেন শর্মা ও আমোল পরাশর একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১৯ সালের ছবি ডলি কিটি এবং ওয়ো চমকতে সিতারে-তে। কঙ্কনা রণবীর শোরেকে বিয়ে করেছিলেন ২০১৫ সালে। তাঁরা আলাদা হয়ে যান পরে এবং ২০২০ সালে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়।


ভিডিও স্টোরি