শেষ আপডেট: 10th September 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: বিকেল হলেই বাড়ির মা-কাকিমারা টিভির সামনে বসে পড়েন জনপ্রিয় রান্নার শো দেখতে। রকমারি সব জিভে জল আনা রান্না। টিভির পর্দায় কখনও সাধারণ বাড়ির গৃহস্থ গৃহিণী আবার কখনও ছোটপর্দা থেকে রুপোলি পর্দার তারকারা। অনেক দর্শক আবার খাতা কলম নিয়ে পছন্দের রেসিপি লিখেও ফেলেন। কথা হচ্ছে ‘জি বাংলার রান্নাঘর’-এর। বিকেল পাঁচটা বাজলেই হেঁশেলের রকমারি কারিকুরি শিখতে টিভির সামনে বসে যেতেন দর্শকরা। এবার 'জি বাংলার রান্নাঘরের' মুখ হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
দ্য ওয়ালের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, এবারের শোয়ের সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। জি বাংলায় ফেরার প্রসঙ্গে কনীনিকা বলেন, 'জি বাংলা আমার কাছে বাড়ির মতো। আজ আমি যা কিছু, তা শুধুই জি বাংলার জন্যই। তাছাড়া এখন একদম মেগা সিরিয়াল করা সম্ভব নয়। তাই এই কাজটা করব বলেই সিদ্ধান্ত নিলাম।'
মেগা ধারাবাহিকে ঘরোয়া বৌমার চরিত্র থেকে সোজা সঞ্চালিকার কাজ, কেমন লাগছে গোটা বিষয়টা? এই প্রশ্নের উত্তরে কনীনিকা বলেন, 'এটা প্রথম নয় যে আমি সঞ্চালনা করছি। তবে হ্যাঁ, এমনভাবে রান্নাঘরের শোয়ে আমাকে প্রথমবার দেখা যাবে। আসলে আমার কেরিয়ারটাই শুরু হয়েছিল সঞ্চালনার কাজ দিয়ে। তাই সবটা মিলিয়ে জমে যাবে আশা করছি।'
রান্নাঘরের প্রসঙ্গে কনীনিকা বলেন, 'এখন তো রিল দেখেই রান্না শেখা যায়। এক মিনিটে যেটা হয়, সেটা এক ঘণ্টা ধরে মানুষ কেন শিখবে, তাই না? তাই সব কিছু মাথায় রেখেই আনা হচ্ছে এই শো।'
'সুদীপার রান্নাঘর', যা দীর্ঘ ১৭ বছর জি বাংলায় সম্প্রচারিত হয়েছিল। সেই প্রসঙ্গে কনীনিকাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ওই শো-টা এমন সময় শুরু হয়েছিল যখন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা ছিল না। রিলস দেখে রান্না শেখা যেত না। ফলে জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সেই সঙ্গে সুদীপার সঞ্চালনাও মন কেড়েছে মানুষের।'
তিনি আরও বলেন, 'এখন রান্নাঘরের মতো শো করা অনেকটা চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জটা নিয়েছি। মানুষের ভাল লাগবে এইটুকু আশা করছি।'