Latest News

Kolkatar Harry: মন্তরে নয়, অন্তরে ম্যাজিক দেখাবে কলকাতার হ্যারি! দেখুন সোহমের এক্সক্লুসিভ সাক্ষাৎকার

দ্য ওয়াল ব্যুরো: সোহম’স এন্টারটেইনমেন্টের প্রথম প্রযোজিত ছবি ‘কলকাতার হ্যারি’ (Kolkatar Harry) ৬ মে মুক্তি পেতে চলেছে। ২৭তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছোটদের ছবি ক্যাটাগরিতে এই ছবি সমালোচকদের ভূয়সী প্রশংসা পেয়েছে। আর এই ছবির মাধ্যমেই প্রযোজক হিসেবে টলিউডের পা রাখলেন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী।

বাহারি ম্যাজিক-মস্তি, ছোটদের জন্য রূপকথার গল্প বুনছেন ‘কলকাতার হ্যারি’ সোহম

এছাড়াও ছবির আরেক চমক পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের চিফ অ্যাসিস্ট্যান্ট রাজদীপ ঘোষ। এই ছবির (Kolkatar Harry) হাত ধরে ফিচার ফিল্মের পরিচালক হিসেবে পথ চলা শুরু করলেন তিনি। ছবি প্রচার নিয়ে যখন ব্যস্ততা চরমে সেই সময় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের জন্য দ্য ওয়ালের মুখোমুখি হলেন বিধায়ক ,অভিনেতা তথা প্রযোজক সোহম চক্রবর্তী।

মন ভাল নেই? ডিপ্রেশন? কোথাও ঘুরে আসুন

You might also like