শেষ আপডেট: 6th March 2025 18:51
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারের ব্যস্ত সকাল। কালীঘাট চত্বর এমনিতেই ব্যস্ত। তবে বাকি দিনগুলির থেকে আজ সেখানে আরও বেশি ব্যস্ততা। নিরাপত্তা যেন আরও খানিক জোরালো। ব্যাপারটা কী? জনগণের চোখে কৌতূহল। হঠাৎ করেই এলেন তিনি। গায়ে সাদামাঠা সালোয়ার-কামিজ। চুল খোলা। মার্চের রোদের তীব্র আঁচে মুখ-চোখে খানিক বিরক্তি। হাতে লাল চেলি। তিনি অর্থাৎ কোয়েল মল্লিক (Koel Mallick)। পুজো দিতে একা এলেন না কোয়েল। সঙ্গে হাজির স্বামী নিসপাল সিং রানেও। শুধু কি তাই? ছিলেন মা ও বাবা রঞ্জিত মল্লিকও। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই হাজির হন তাঁরা। তবে সঙ্গে নিয়ে আসেননি একরত্তি ছেলে-মেয়েকে।
কিছু মাস আগেই মা হয়েছেন কোয়েল। ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। কেমন কাটছে তাঁর? কোয়েলের কথায়, "আমার বাবারা বেশ কয়েকজন ভাই বোন। আমি তো বাবাকে বলি, ঠাকুমাকে প্রণাম। দু'জন সন্তানকেই সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছি। তবে এটাও সত্যি যে মা হওয়ার পর জীবন আরও সুন্দর হয়ে গিয়েছে আমার। দারুণ সময় কাটাই এখন।"
ছোট্ট বোনের সঙ্গেও সখ্য হয়েছে কোয়েলের প্রথম সন্তান কবীরের। বোনকে পুতুল ভাবে সে। হাসতে হাসতে জানিয়েছিলেন কোয়েল। শুধু কি তাই? বোনের ইচ্ছে ছিল কবীরের। সেই ইচ্ছে পূর্ণ হয়েছে। এই মুহূর্তে দুই সন্তানকে নিয়ে চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন কোয়েল মল্লিক। সিনেমা থেকে খানিক দূরেই রেখেছেন নিজেকে। তা নিয়ে অবশ্য কোনও আক্ষেপ নেই তাঁর।