Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবারনিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা বাবার টাকায় গাড়ি, সোশ্যাল মিডিয়ায় নিজের বড়াই! 'বড়লোকি' দেখাতে গিয়ে ফাঁস যুবকের কীর্তিট্রাম্পের নয়া শুল্কনীতিতে ভারতের ওষুধ ও কপার রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা, ডেডলাইন ১ অগাস্ট Bharat Bandh: জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি, সকাল থেকে শুরু পুলিশের ধরপাকড়, ধস্তাধস্তি-বচসা
Nana Patekar

মানিকবাবুর ডায়েরির পাতায় নানা পাটেকরের নাম! ‘আমি বড়লোক’ বললেন নানা

অসাধারণ প্রতিভার মাধ্যমে দর্শকদের মন জয় করে চলেছেন আজও। কিছুদিন আগে তিনি তাঁর ৭৪ তম জন্মদিন উদযাপনও করলেন।

মানিকবাবুর ডায়েরির পাতায় নানা পাটেকরের নাম! ‘আমি বড়লোক’ বললেন নানা

নানা-সত্য

শেষ আপডেট: 18 January 2025 07:47

দ্য ওয়াল ব্যুরো: অসাধারণ প্রতিভার মাধ্যমে দর্শকদের মন জয় করে চলেছেন আজও। কিছুদিন আগে তিনি তাঁর ৭৪ তম জন্মদিন উদযাপনও করলেন। ‘ক্রান্তিবীর’, ‘পারিন্দা’ এবং ‘ট্যাক্সি নং ৯২১১’-এর মতো ছবিতে তাঁর অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা  আজও শিখিয়ে চলেছেন কত নতুন প্রতিভাবানদের। দশকের পর দশক ধরে তিনি প্রমাণ করেছেন, অভিনয় দক্ষতায় তিনি অন্যতম শ্রেষ্ঠ একজন। তিনি নানা পাটেকর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে, ধুলোয় জমে থাকা এক স্মৃতি উগরে দিলেন নানা। এমন কিছু বললেন, যা শুনে স্তম্ভিত, আপামর বাঙালি। আর সেই বক্তব্য রিল হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে-দেওয়ালে। স্বনামধন্য অস্কারজয়ী বাঙালি পরিচালকের ডায়েরির এক পাতায় লেখা পরিচালকের আত্মকথন। লিখেছেন, ‘আমি নানা পাটেকরের সঙ্গে কাজ করতে চাই’। যিনি লিখেছেন, তিনি যে সে মানুষ নন। বাঙালিকে উপহারে দিয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি। তিনি সত্যজিৎ রায়।

কথার উপর কথা বসতে, নানা পাটেকর সেই সাক্ষাৎকারে বললেন, ‘সত্যজিৎ রায়বাবুর ডায়েরির একটি পাতা প্রকাশ্যে আসে। তাতে লেখা আমি নানা পাটেকরের সঙ্গে কাজ করতে চাই।’ নানার কাছে এই লেখাটাই অন্য কোনও স্বীকৃতির কাছে তুচ্ছ, স্বীকার করলেন নিজমুখে। বললেন, ‘এর পর কোন অ্যাকাডেমি পুরস্কারের দরকার পড়ে কোনও মানুষের? আমার যোগ্যতাই নেই ওঁর মতো ক্ষ্যাতিসম্পন্ন মানুষের সঙ্গে কাজ করার। কিন্তু ওঁর মনে হয়েছিল। আর কী চাই জীবনে? আমি অত্যন্ত ভাগ্যবান।’ তারপর তিনি ইন্টারভিউয়ারকে বলেন, ‘আপনি জানেন না, কতটা ধনী মানুষ আমি। আপনি যতটা ভাবেন, তার কয়েক গুণ ধনী মানুষ আমি। এমন অনেক কিছু আমার কাছেই আছে।’

নানা পাটেকরের আরও একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন ‘পরিন্দা’ ছবিতে তাঁর অভিনয় দেখার পর অভিভূত হয়েছিলেন মানিকবাবু। নানাকে দেখে জড়িয়ে ধরেছিলেন পরিচালক। নানা পাটেকরের আক্ষেপ ছিল সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করতে পারেননি নানা। হয়তো, তাঁর এই আক্ষেপ কিছুটা হলেও পূরণ করেছিল আরও এক বাঙালি পরিচালক। তপন সিনহা। পরিচালকের ‘আজ কা রবিনহুড’ ছবিতে অভিনয় করেছিলেন নানা পাটেকর। তপনবাবুর কাছ থেকেও অভিনয়ের পাঠ নিয়েছেন নানা পাটেকর। তপন সিনহা প্রসঙ্গে নানা পাটেকর বলেন, ‘তপনবাবু বলেছিলেন, স্ক্রিপ্টে যেই সংলাপ লেখা থাকে, ওটা নিয়ে চিন্তাভাবনা করবে না। তুমি নিজস্ব ভাবনায় চরিত্রটা গঠন করো, নিজেকে কমফর্টেবল রাখো, তোমার যেভাবে ইচ্ছে সংলাপ বলো, যা মনে হয় তাই বোলো। স্ক্রিপ্টে লেখা সংলাপগুলোর বিষয়ে ভেবো না!’

সর্বকালের সবচেয়ে সফল এবং প্রশংসিত কিছু ভারতীয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন নানা পাটেকর। এবং এখনও তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়ে চলেছেন। সম্প্রতি নানাকে অনিল শর্মার ‘বনবাস’ ছবিতে দেখা গিয়েছে, যা ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।


ভিডিও স্টোরি