নানা-সত্য
শেষ আপডেট: 18 January 2025 07:47
দ্য ওয়াল ব্যুরো: অসাধারণ প্রতিভার মাধ্যমে দর্শকদের মন জয় করে চলেছেন আজও। কিছুদিন আগে তিনি তাঁর ৭৪ তম জন্মদিন উদযাপনও করলেন। ‘ক্রান্তিবীর’, ‘পারিন্দা’ এবং ‘ট্যাক্সি নং ৯২১১’-এর মতো ছবিতে তাঁর অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা আজও শিখিয়ে চলেছেন কত নতুন প্রতিভাবানদের। দশকের পর দশক ধরে তিনি প্রমাণ করেছেন, অভিনয় দক্ষতায় তিনি অন্যতম শ্রেষ্ঠ একজন। তিনি নানা পাটেকর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে, ধুলোয় জমে থাকা এক স্মৃতি উগরে দিলেন নানা। এমন কিছু বললেন, যা শুনে স্তম্ভিত, আপামর বাঙালি। আর সেই বক্তব্য রিল হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে-দেওয়ালে। স্বনামধন্য অস্কারজয়ী বাঙালি পরিচালকের ডায়েরির এক পাতায় লেখা পরিচালকের আত্মকথন। লিখেছেন, ‘আমি নানা পাটেকরের সঙ্গে কাজ করতে চাই’। যিনি লিখেছেন, তিনি যে সে মানুষ নন। বাঙালিকে উপহারে দিয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি। তিনি সত্যজিৎ রায়।
কথার উপর কথা বসতে, নানা পাটেকর সেই সাক্ষাৎকারে বললেন, ‘সত্যজিৎ রায়বাবুর ডায়েরির একটি পাতা প্রকাশ্যে আসে। তাতে লেখা আমি নানা পাটেকরের সঙ্গে কাজ করতে চাই।’ নানার কাছে এই লেখাটাই অন্য কোনও স্বীকৃতির কাছে তুচ্ছ, স্বীকার করলেন নিজমুখে। বললেন, ‘এর পর কোন অ্যাকাডেমি পুরস্কারের দরকার পড়ে কোনও মানুষের? আমার যোগ্যতাই নেই ওঁর মতো ক্ষ্যাতিসম্পন্ন মানুষের সঙ্গে কাজ করার। কিন্তু ওঁর মনে হয়েছিল। আর কী চাই জীবনে? আমি অত্যন্ত ভাগ্যবান।’ তারপর তিনি ইন্টারভিউয়ারকে বলেন, ‘আপনি জানেন না, কতটা ধনী মানুষ আমি। আপনি যতটা ভাবেন, তার কয়েক গুণ ধনী মানুষ আমি। এমন অনেক কিছু আমার কাছেই আছে।’
নানা পাটেকরের আরও একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন ‘পরিন্দা’ ছবিতে তাঁর অভিনয় দেখার পর অভিভূত হয়েছিলেন মানিকবাবু। নানাকে দেখে জড়িয়ে ধরেছিলেন পরিচালক। নানা পাটেকরের আক্ষেপ ছিল সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করতে পারেননি নানা। হয়তো, তাঁর এই আক্ষেপ কিছুটা হলেও পূরণ করেছিল আরও এক বাঙালি পরিচালক। তপন সিনহা। পরিচালকের ‘আজ কা রবিনহুড’ ছবিতে অভিনয় করেছিলেন নানা পাটেকর। তপনবাবুর কাছ থেকেও অভিনয়ের পাঠ নিয়েছেন নানা পাটেকর। তপন সিনহা প্রসঙ্গে নানা পাটেকর বলেন, ‘তপনবাবু বলেছিলেন, স্ক্রিপ্টে যেই সংলাপ লেখা থাকে, ওটা নিয়ে চিন্তাভাবনা করবে না। তুমি নিজস্ব ভাবনায় চরিত্রটা গঠন করো, নিজেকে কমফর্টেবল রাখো, তোমার যেভাবে ইচ্ছে সংলাপ বলো, যা মনে হয় তাই বোলো। স্ক্রিপ্টে লেখা সংলাপগুলোর বিষয়ে ভেবো না!’
সর্বকালের সবচেয়ে সফল এবং প্রশংসিত কিছু ভারতীয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন নানা পাটেকর। এবং এখনও তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়ে চলেছেন। সম্প্রতি নানাকে অনিল শর্মার ‘বনবাস’ ছবিতে দেখা গিয়েছে, যা ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।