শেষ আপডেট: 19th February 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: সদ্য শুরু হয়েছে ধারাবাহিক 'শোলক সারি'। ছবিতে দুই বোনের চরিত্রে রয়েছেন সুকন্যা চক্রবর্তী এবং সুস্মিতা অধিকারী। শুরুতেই টানটান প্লট ধারাবাহিক জুড়ে। কিছু দিন আগেই শুরু হয়েছে বস্ত্রহরণের এপিসোড। আর এখন চলছে 'ইন্সিডেন্টাল বিয়ের' প্লট। বিয়ের রাতেই শোলকের কপালে জুটেছে চোর অপবাদ। ছাড় পাননি তাঁর মা অর্থাৎ অভিনেত্রী সাগরিকা রায়ও। এই মুহূর্তে ধারাবাহিকের গতি ঠিক কোন দিকে এগচ্ছে? দ্য ওয়ালকে আগাম আপডেট দিলেন সাগরিকা।
তাঁর কথায়, "একটা ঘটনাকেন্দ্রিক বিয়ে হচ্ছে। বিয়ে জুড়ে অনেক গল্প আছে। এখনও বিয়ের সিকুয়েন্সই চলছে। আমার বড় মেয়ের বিয়েটা খুব স্বাভাবিক ভাবে হচ্ছে না। আমাদেরকে ফাঁদে ফেলা হচ্ছে। কিন্তু পারুল কিছুতেই বুঝতে পারেনি।"
তিনি যোগ করেন, "যার সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা সেই পরিবারই ট্র্যাপে ফেলেছে। বিয়ের আসরেই মেয়ের শাড়ি ধরে টানা হয়েছে।" সাগরিকা জানালেন আগামী দিনে এই বিয়েকে কেন্দ্র করেই আসতে চলেছে আরও নানা সমস্যা। বাড়ি থেকে এক রাত গায়েবও হয়ে যেতে চলেছে শোলক-সারি। ধারাবাহিকে নবাগতা দুই নায়িকা । তবে নায়ক ইন্দ্রনীল চট্টোপাধ্যায় প্রায় এক বছর পর এই ধারাবাহিকের মধ্যে দিয়েই ধারাবাহিকে ফিরেছেন। আগামী দিনে এই ধারাবাহিকের গতিপথ কোন দিকে এগোয় তা জানতেই মুখিয়ে দর্শক।