শেষ আপডেট: 26 January 2024 15:56
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা পাডুকোন, হৃতিক রোশান অভিনীত 'ফাইটার'। বলিউড অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাডুকোন রয়েছেন প্রথম সারিতে। শুধু ভারতেই না হলিউডেও এখন অভিনেত্রী পরিচিত মুখ।
২০০৬ সালে হিমেশ রেশমিয়ার গান 'নাম হ্য তেরা' দিয়ে বলিউডে পা রাখেন তিনি। তারপর শাহরুখ খানের সঙ্গে 'ওম শান্তি ওম'-এ সুযোগ পান। আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘রাম লীলা’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘তামাশা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পিকু’, ‘পদ্মাবত’, ‘পাঠান’, ‘জওয়ান’-এর মত ছবিতে বারংবার নিজেকে প্রমাণ করে গেছেন। তালিকা যেন শেষ হওয়ার নয়!
সবার কাছে পরিচিত হলেও, দীপিকা সম্পর্কে অনেক তথ্যই অধিকাংশ মানুষেরই অজানা।
দীপিকার জন্ম ভারতে নয়, ইউরোপের ডেনমার্কের কোপেনহেগেনে। তবে তিনি বড় হয়েছেন বেঙ্গালুরুতে।
মাত্র ৮ বছর বয়সে প্রথম বিজ্ঞাপনের মাধ্যমে পর্দায় হাতেখড়ি হয়। তবে ২০০৪ সালে 'লিরিল' ব্র্যান্ডের বিজ্ঞাপন দীপিকাকে সবার নজরে আনে।
'ঐশ্বর্য' নামের এক কন্নড় সিনেমার হাত ধরে উনি প্রথম বড় পর্দায় আসেন ২০০৬ সালে।
'চাঁদনী চক টু চায়না' সিনেমার জন্য উনি 'জুজুৎসু' নামক জাপানিজ মার্শাল আর্ট শেখেন। ওই ছবির সমস্ত স্টান্ট নিজেই করেছিলেন। বডি ডবল ব্যবহার করেননি।
২০১৩ সালে প্রথম ওঁর ছবি ১০০ কোটির ঘরে পা রাখে। 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি', 'চেন্নাই এক্সপ্রেস', 'রামলীলা', 'রেস ২', ২০১৩তে ওনার এই ছবিগুলি সবই ১০০ কোটির বেড়া টপকে যায়।
দীপিকার পরিবারের সমস্ত সদস্যদের নামের মানে 'আলো'। ওনার বাবা প্রকাশ পাডুকোন, মা উজ্জ্বলা পাডুকোন, বোন অনিশা পাডুকোন।
বাবা প্রকাশ পাডুকোনের মতই দীপিকাও আন্তর্জাতিক পর্যায় ব্যাডমিন্টন খেলেছেন। তারপর উনি সিনেমার জগতেও নিজের জায়গা তৈরি করেন।
২০১৪ সালে 'কোচদাইয়া' নামক এক অ্যানিমেটেড তামিল ছবিতে অভিনয় করেন। ছবিতে রজনীকান্তও ছিলেন।
দীপিকার প্রিয় খাবার মিষ্টি। এক প্লেট মিষ্টি নিমেষে ফাঁকা হতে বেশি সময় লাগে না, জানান অভিনেত্রী নিজেই।