তরুণ প্রসেনজিৎ
শেষ আপডেট: 6th January 2025 11:19
শনিবার দুপুর-দুপুর। মধ্য কলকাতার ক্যালকাটা ক্লাবে প্রকাশিত হল নতুন বছরের ক্যালেন্ডার। ক্যালেন্ডারে প্রতি মাসের পাতায় দেখা যাবে তাঁরা প্রত্যেকেই নারী। কেউ ছাত্রী আবার কেউ উদ্যোক্তা আবার কেউ ব্যবসায়ী। প্রত্যেকেই নিজেদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এই ১২ জন নারীকে সাজিয়েছেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। প্রত্যেক ক্যালেন্ডার গার্ল অভিষেকের সাজসজ্জায় ছিল ভিন্ন এবং অসাধারণ। ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর হাতেই ক্যালেন্ডারের প্রথম পাতা উল্টে গেল। ((Prosenjit Chatterjee)
পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে জড়িয়ে ধরল বাঙালি। কত মানুষ নিলেন কত প্রতিশ্রুতি, জেন-জিদের ভাষায় ‘রেজোলিউশন’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee, Prosenjit Chatterjee Actor, Prosenjit Chatterjee age, Prosenjit Chatterjee Fitness) রেজোলিউশন নিলেন কিছু? ‘আমার সবটাই সবাই জানে। যা হচ্ছে সপ্তাহে দুবার করে প্লেনে চাপতে হচ্ছে, কাজের কারণেই। আমার রেজোলিউশন, ৩৬৫ দিনে যেন ৩০০ দিন ক্যামেরার সামনে থাকতে পারি!’
প্রসঙ্গত, ২০২৫ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি হিন্দি ছবি এবং একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে। ফিল্মমেকার পুলকিত দত্ত পরিচালিত এবং রাজকুমার রাও অভিনীত ‘মালিক’ ছবি এবং নীরজ পান্ডের সিরিজ ‘খাকি—দ্য বেঙ্গল চ্যাপ্টার’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, ‘আমার এক রেলাবাজির চরিত্র রয়েছে, ছবিটি অগাস্টে রিলিজ করতে চলেছে।’