শেষ আপডেট: 25th January 2025 14:58
কৌশিক গঙ্গোপাধ্যায় ছবি করতে চলেছেন। কিন্তু ছবি ‘করার’ আগেই বাধা। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের কথা অনুযায়ী ‘টেকনিশিয়ান লিস্ট নিয়ে একটু সমস্যা রয়েছে। বিষয়টি নিয়ে আমাদের আলোচনা চলছে।’ আশা করা যায়, এই আলোচনা মিটলেই ফের ডিরেক্টর্স চেয়ারে বসবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে যে ছবি নিয়ে এই বিস্তর আলোচনা, তাও তো এক আলোচ্য বিষয়।
ছবির বিষয়বস্তু অজানাই তবে পটভূমি একেবারে খাস জঙ্গল। নর্থ বেঙ্গলের গোটা সবুজ বিস্তৃত জঙ্গল ধরা পড়বে ক্যামেরার লেন্সে। এই জঙ্গল নিয়েই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবির নাম। ‘জংলা’। ছবির বেশিরভাগ শুটিং হবে ডুয়ার্সের জঙ্গলে। ফেডারেশন এবং পরিচালকের যে সংঘাত চলছে, তা মিটমাট হলে আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে ‘জংলা’র শুটিং। এক মাস চলবে শুটিং। তারপর কলকাতার ভিন্ন লোকেশনে শুরু হবে ছবির শুটিং।
চলতি মাসেই হয়ে গিয়েছে ছবির রেকি। ছবির চিত্রনাট্য লিখেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রযোজনায় নন্দী ফিল্মস। ছবির মূল আকর্ষণ কৌশিক পুত্ত উজান। যিনি এর আগে পাভেলের ছবি ‘রসগোল্লা’য় আত্মপ্রকাশ করেছেন। তারপর বাবার পরিচালনায় ‘লক্ষ্মী ছেলে’ ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসাও পেয়েছেন ছেলে উজান গঙ্গোপাধ্যায়। উজান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শুভাশিষ গঙ্গোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী, অরিন্দম গঙ্গোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত। শুধু এঁরাই নন, কৌশিক গঙ্গোপাধ্যায় নিজে একজন দক্ষ অভিনেতা, দর্শক জানেন তাঁর পরিসর। সেই পরিসর আরও বৃদ্ধি পাবে ‘জংলা’। একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় স্বয়ং।
গত বছর উত্তাল হয়েছিল ফেডারেশন বনাম পরিচালক তরজা নিয়ে। অভিনেতা রাহুল মুখোপাধ্যায়ের এক ছবিকে কেন্দ্র করে শুরু হয়েছিল জোর বিতর্ক। বছরের শুরুতেও ফের আলোচনায় ফেডারেশন। এ বার সমস্যা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিকে ঘিরে। জানা যায়, ২৭ জানুয়ারি উত্তরবঙ্গে কৌশিকের নতুন ছবির শুরু হওয়ার শুটিং ছিল। আগামী শনিবার সেখানেই পৌঁছে যাওয়ার কথা গোটা টিমের। তবে যা শোনা যাচ্ছে, এই বিবাদ মিটে যাবে দ্রুত, তা মিটতেই ফেব্রুয়ারিতেই শুরু হবে ছবির শুটিং।