Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার

মুঘলে এত অ্যালার্জি! তাজমহল-লালকেল্লা ভেঙে দিন, গর্জে উঠলেন নাসিরুদ্দিন

দ্য ওয়াল ব্যুরো: দেশের বর্তমান রাজনীতি, সমাজনীতির বিরুদ্ধাচারণ করে বারংবার প্রতিবাদ করে কট্টরপন্থীদের রোষের মুখে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। তাঁর অভিযোগ, বর্তমানে ভারতের প্রাচীন ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করা

মুঘলে এত অ্যালার্জি! তাজমহল-লালকেল্লা ভেঙে দিন, গর্জে উঠলেন নাসিরুদ্দিন

শেষ আপডেট: 24 February 2023 04:23

দ্য ওয়াল ব্যুরো: দেশের বর্তমান রাজনীতি, সমাজনীতির বিরুদ্ধাচারণ করে বারংবার প্রতিবাদ করে কট্টরপন্থীদের রোষের মুখে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। তাঁর অভিযোগ, বর্তমানে ভারতের প্রাচীন ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। মুঘলদের (Mughals) ভারতীয় ইতিহাসে খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে। এবার সেই নিয়েই গর্জে উঠলেন নাসিরুদ্দিন।

সম্প্রতি নিজের আগামী ওয়েবসিরিজ ‘তাজ ডিভাইডেড বাই ব্লাড’ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই বলিউড অভিনেতা। সেখানেই সাক্ষাৎকার দেওয়ার সময় মুঘলদের প্রসঙ্গ উঠতে তিনি বলেন, "দেশের ইতিহাসে মুঘলদের যেমন অতিরঞ্জিত করার কোনও প্রয়োজন নেই, তেমনই তাঁদের ভিলেন সাজানোরও প্রয়োজন নেই!"

খানিক থেমে নাসিরুদ্দিন আরও বলেন, "ইদানিং দেশের মানুষের মধ্যে অদ্ভুত এক প্রবণতা দেখা যাচ্ছে। বলা হচ্ছে, মুঘলরা যা করেছেন, সবই নাকি খারাপ। এভাবে ইতিহাসের ভুল ব্যাখা হচ্ছে। সবার যদি মনে হয় মুঘলদের সবই খারাপ, তাহলে সরকার গিয়ে তাজমহল (Taj Mahal) ও লালকেল্লা (Red Fort) গুঁড়িয়ে দিক। ব্যস, সমস্যা মিটে যায় তাহলে।"

প্রসঙ্গত, মাসখানেক আগেই 'পাঠান' নিয়ে চলা বিতর্কের মাঝে অভিনেতার স্ত্রী রত্না পাঠক শাহ বলেছিলেন, "নাসিরুদ্দিনকে কোনওরকম বিতর্কিত বিষয়ে মন্তব্য করতে দিই না। দেশে যেভাবে হিংসা ছড়াচ্ছে, তাতে যে কোনওদিন যে কেউ বাড়িতে এসে ইট-পাথর ছুড়তে পারে। এখন কোনওকিছুই অসম্ভব নয়।" রত্না এরপর আরও বলেন, “বর্তমানে কাজ পাওয়া এমনিতেই কঠিন হয়ে পড়েছে। তবে ভয় পেলে চলবে না। কিন্তু সতর্ক থাকতে হবে।"

সাদাকালোয় দুজনের প্রথম ছবি, শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীতে স্মৃতি রোমন্থন বনি কাপুরের


ভিডিও স্টোরি