মৃত্যুর কিছুক্ষণ আগে স্ত্রীকে জানিয়েছিলেন ‘হার্ট অ্যাটাক হতে চলেছে’। কিশোর কুমারের অদ্ভুত অনুভূতি আজও ভুলতে পারেন না ছেলে অমিত কুমার।
কিশোর কুমার
শেষ আপডেট: 6 June 2025 12:48
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কিংবদন্তি গায়ক ও অভিনেতা কিশোর কুমার ছিলেন শুধু তাঁর গান দিয়েই নয়, ব্যক্তিত্বের জন্যও সবসময় সবার প্রিয়। শুটিং সেটে কিংবা ঘরোয়া পরিবেশে, কিশোর বাবু হাসি-ঠাট্টা করে সবার মন জয় করতেন। পরিবারের সবাই তাঁর সাথে মজা ও আড্ডায় মেতে উঠতেন। গানের সুরের মতোই তাঁর মজার ছন্দ সবার মুখে হাসি ফোটাতো।
তাঁর গানের যাদু বহু যুগ ধরে শ্রোতাদের মন জয় করে এসেছে। তবে গায়ক হিসেবে তাঁর সাফল্যের পাশাপাশি কিশোর কুমারের একটা অন্যরকম বিশেষত্ব ছিল — তাঁর ষষ্ঠ ইন্দ্রিয় বা ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা। অনেক সময় তিনি এমন কিছু অনুভব করতেন যা অন্যরা সহজে বুঝতে পারত না।
এমনই এক ঘটনা স্মরণ করেন তাঁর ছেলে গায়ক অমিত কুমার। অমিত জানালেন, কিশোর কুমারের মৃত্যুদিনে হঠাৎই তাঁর মনে হয়েছিল যে, তাঁর হার্টঅ্যাটাক হতে চলেছে। তিনি এ কথা তাঁর স্ত্রী লীলাদেবীকেও বলেছিলেন, কিন্তু লীলাদেবী তখন ভাবেছিলেন তিনি মজা করছেন। ফলে খুব একটা গুরুত্ব দেননি সেই কথায়।
কিশোর কুমার ততক্ষণ চিন্তিত ছিলেন যেন অমিতের বিমান নির্ধারিত সময়েই পৌঁছায়। পরিবারের কেউই বুঝতে পারেননি, মাত্র কিছুক্ষণ পরেই তিনি সবার থেকে দূরে চলে যাবেন। এই ঘটনা এখনও ভুলতে পারেন না অমিত কুমার।