Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Kishore Kumar Left Madhubala

মা হতে অক্ষম, শারীরিক সম্পর্কেও অপারগ জানতে পেরেই মধুবালাকে ত্যাগ কিশোরের!

মধুবালার হৃদযন্ত্রের সমস্যা ছিল। এতটাই গুরুতর আকার তা ধারণ করে বিদেশি চিকিৎসাও ঠিক করতে পারেনি তাঁকে। কিশোর কুমার নিয়ে যান লন্ডন, চেষ্টা করেছিলেন আপ্রাণ। 

মা হতে অক্ষম, শারীরিক সম্পর্কেও অপারগ জানতে পেরেই মধুবালাকে ত্যাগ কিশোরের!

শেষ আপডেট: 15 June 2025 15:05

দ্য ওয়াল ব্যুরো: জীবনে বহুবার প্রেম এসেছে কিশোর কুমারের। তাঁর প্রথম স্ত্রী রুমা গুহ ঠাকুরতা। রুমা চাইতেন কাজ করতে, কিশোর চেয়েছিলেন গৃহবধূ। এক সন্তান হওয়ার পর বিচ্ছেদ হয় তাঁদের। সেই সন্তানই অমিত কুমার। রুমার সঙ্গে বিচ্ছেদের পর মধুবালাকে বিয়ে করেন কিশোর। সে সময় দিলীপ কুমারের সঙ্গে প্রেম সব ভেঙেছে মধুবালার। কিশোরকে আঁকড়ে ধরেছিলেন তিনি। ওদিকে সৌন্দর্যের প্রতীক এই নায়িকাকে আঁকড়ে ধরেছিল সাক্ষাৎ মৃত্যু।

মধুবালার হৃদযন্ত্রের সমস্যা ছিল। এতটাই গুরুতর আকার তা ধারণ করে বিদেশি চিকিৎসাও ঠিক করতে পারেনি তাঁকে। কিশোর কুমার নিয়ে যান লন্ডন, চেষ্টা করেছিলেন আপ্রাণ। তবে একসময় তিনিও বোধহয় মেনে নিয়েছিলেন নিয়তি। ধরেই নিয়েছিলেন, বিধির বিধান খন্ডাবে কে?

মুখ খুলেছেন মধুবালার বোন মধুর ভূষণ। বলেছেন, "দিদিকে চিকিৎসকেরা জানিয়ে দেয় শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে না সে, সন্তানেরও জন্ম দেওয়ার ক্ষমতা আর নেই। এই সময় মানসিক ভাবে পাশে থাকাটাও জরুরি। কিশোরদা ওকে বাড়িতে রেখে চলে গেলেন। বললেন, নানা জায়গায় ওকে যেতে হয়, দিদির বিশ্রামের দরকার। উনি বললেন, 'আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি। লন্ডন নিয়ে গিয়েছি, ডাক্তার জানিয়ে দিয়েছেন, আর কিচ্ছু করার নেই। আমার ভুলটা কোথায়?' কিশোরদাকেও দোষ দিই না। উনি কী বা করতেন?"

কিশোরকে বিয়ের ৯ বছর বেঁচে ছিলেন মধুবালা। তবে সংসার হয়নি এই সুন্দরীর। তাঁর মৃত্যুর পর এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন এই কিংবদন্তী । বলেছিলেন, "আমি বিয়ের আগেই জানতাম ও অসুস্থ। তবু বিয়ের কথা যখন দিয়েছিলাম, তা তো করতেই হত। ওকে বউ করে ঘরে তুলি। জানতাম ও বেশিদিন নেই। ৯ বছর ধরে ওর শুশ্রূষা করে গিয়েছি। চোখের সামনে ওকে মারা যেতে দেখেছি। এত সুন্দরী একজন নারী কত কষ্ট পেয়ে মারা গিয়েছে ভাবতেও কেমন লাগে! এত চঞ্চল ছিল ও, অথচ ভাগ্যের পরিহাসে শেষ ৯ টা বছর কেটেছিল বিছানায়! ওকে মজায় মাতিয়ে রাখতাম। ওর সঙ্গে হাসতাম, ও কাঁদলে কাঁদতাম।" মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যু হয় মধুবালার। তাঁর মৃত্যুর পর কিশোর কুমার বিয়ে করেন যোগিতা বালীকে।


ভিডিও স্টোরি