শেষ আপডেট: 28th September 2024 14:30
দ্য ওয়াল ব্যুরো: আর জি করে চিকিৎসক মৃত্যুর ঘটনার প্রতিবাদ ও ন্যায় বিচার চেয়ে শহর কলকাতার ঝাঁপিয়ে পড়া অনুপ্রাণিত করেছে কিরণ রাওকে। তাঁর পরবর্তী ছবির চিত্রনাট্য এই শহরকে কেন্দ্র করেই। জানিয়ে দিলেন পরিচালক।
কলকাতায় বড় হয়ে ওঠা, এই শহরেই পড়াশোনা। শহরের বুকে ঘটে যাওয়া ঘটনা এড়িয়ে যায়নি কিরণের চোখ। আর জি করের ঘটনায় সরব হন তিনি। বলেন, 'আর জি কর ইস্যুকে কেন্দ্র করে চলা এই শহরের প্রতিবাদ দেখে আমি অভিভূত। যেভাবে সমাজের সব অংশের মানুষ পথে নেমেছেন এই ঘটনায়, তা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশজুড়ে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করা জরুরি।'
এই সূত্র ধরেই তিনি জানান, একটি গল্প লিখতে শুরু করেছেন সম্প্রতি। যার প্রেক্ষাপট 'কলকাতা।' ৪০-এর দশক থেকে শুরু করে বর্তমান, উঠে আসবে মহিলাদের নানা সময়ের কথা। তিনটে জেনারেশনের গল্প বলা হবে এই ছবিতে। ইতিমধ্যেই তার প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করে ফেলেছেন পরিচালক। শ্যুটিং হবে কলকাতাতেই।
চলতি বছর মুক্তি পায় কিরণ রাও পরিচালিত ছবি 'লাপাতা লেডিস।' সম্প্রতি অস্কার ২০২৫-এর জন্য নির্বাচিত হয়। আমির খান প্রোডাকশনের এই ছবি মুগ্ধ করে দর্শকদের। ছবিতে দু'টি মেয়ের গল্পের রূপকে হাজার হাজার মেয়ের জীবনের লড়াইকে তুলে ধরা হয়েছিল। সোজা সাপটা গল্পে যেভাবে নারী ক্ষমতায়নের বার্তা দিয়েছেন পরিচালক।
শুধু গল্পে নয়, ব্যক্তিগত জীবনেও নারী ক্ষমতায়নের পক্ষে তিনি। এক মহিলার পরিচয় ঠিক কী হওয়া উচিত তা তাঁকেই ঠিক করার কথা বলেন পরিচালক। তাঁর কথায়, 'একজন তাঁর স্বামীর পদবি ব্যবহার করবেন কি না সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি আমার পদবি পরিবর্তনের পক্ষে নই। এমনকি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর মহিলাদের নিজের পরিচয়ই যথেষ্ট। তার জন্য বাবা বা স্বামীর পরিচয় জিজ্ঞাসা করা ঠিক নয়।'
এদিকে তাঁর ছবি অস্কারের মঞ্চে, খুব বড় অনুভূতি বলেই স্বীকার করেন কিরণ। বলেন, 'দেশের হয়ে প্রতিনিধিত্ব করছি, এর বড় অনুভূতি আর কী হতে পারে। এটা একটা বড় দায়িত্বও।'